ফেসবুকে কভার ফটো তৈরী করুন এবং ডিজাইন করুন |

আপনার ফেসবুক আইডি সৌন্দর্য বৃদ্ধি করার জন্য অবশ্যই আপনাকে এতে একটি কভার ফটো যুক্ত করতে হয়।

আপনি যখন ফেসবুকে এরকম কোন কভার ফটো যুক্ত করতে চাইবেন তখনই আপনাকে ফেসবুক কর্তৃপক্ষ কর্তৃক একটি নির্দিষ্ট সাইজের মধ্যে আপনার কভার ফটো রাখতে হবে।

অন্যথায় ফেসবুকে ব্যবহারকৃত আপনার কভার ফটো কোনরকমে যথাযথভাবে বসবে না আপনার প্রোফাইলের জন্য।

অনেক সময়ই আমাদের পছন্দের ছবি কিংবা অন্যকিছু আমরা কভার ফটোতে যুক্ত করতে পারিনা। যার কারণ অনেকগুলো হতে পারে।

তার মধ্যে গুরুত্বপূর্ণ একটি কারণ হলো ফেইসবুক এ ব্যবহৃত কভার ফটো এর আদর্শ সাইজ।

আর আপনি হয়তো আপনার পছন্দের প্রত্যেকটি ছবি ফেসবুকের কভার ফটো এর উপযুক্ত করে তুলতে পারবেন না। এজন্য আপনাকে ইডিট করতে হবে।

আর কিভাবে আপনি আপনার সমস্ত ছবিগুলো কে কভার ফটো এর উপযুক্ত করে তুলবেন এটা নিয়ে আজকের এই পোস্টটি।

প্রথমে আমি এরকম কিছু সাইটের লিংক  দিব, যে সাইটগুলোর মাধ্যমে আপনি চাইলে আপনার ফেসবুক একাউন্ট এর জন্য কভার ফটো তৈরি করতে পারবেন।

মজার ব্যাপার হলো এই প্রত্যেকটি সাইট থেকে আপনি ফ্রিতে কভার ফটো জেনারেট করতে পারবেন।

আর তাই দেরি না করে এখনি নিচের দেয়া লিঙ্ক থেকে আপনার পছন্দের কভার ফটো জেনারেট করে নিন।

Cover Photo Maker

Canva Cover Photo Maker

Cover Photo Maker

উপরে দেয়া লিংকগুলো দিয়ে আপনি যদি কভার ফটো তৈরি করতে সক্ষম না হন, কিংবা আপনার যদি এগুলো বুঝে না আসে।

তাহলে আপনার এন্ড্রয়েড ফোন দিয়ে কিভাবে কভার ফটো তৈরি করবেন তা দেখে নিন। একদম ছোট একটি প্রসেস যা অবশ্যই আপনার কাজে দিবে।

এজন্য প্রথমে আপনাকে নিচের দেয়া অ্যাপসটি ডাউনলোড করে নিতে হবে। আর এই অ্যাপসটির সাথে আমরা প্রায় সকলেই পরিচিত হয়ে আছি।

Download Apk

অ্যাপসটি ডাউনলোড করা হয়ে গেলে প্রথমে এটিকে ওপেন করুন, অ্যাপটি ওপেন করে নিচের প্রসেস এর মত আপনার কভার ফটো সিলেক্ট করুন।

 

ফেসবুকে কভার ফটো তৈরী করুন এবং তার ডিজাইন করুন মনের মতো করে|

তাহলে আপনি ইডিট করার অপশন পেয়ে যাবেন। এবার আপনাকে 16:9 এই সাইজটি সিলেক্ট করে তারপর আপনার ছবিটিকে সেভ করে দিতে হবে।

 

ফেসবুকে কভার ফটো তৈরী করুন এবং তার ডিজাইন করুন মনের মতো করে|

তাহলে আপনার এডিট করা ছবি ফেসবুকের কভার ফটো এর জন্য পুরোপুরি উপযুক্ত।
এভাবে আপনি চাইলে খুব সহজেই যতগুলো কভার ফটো আপনার তৈরি করা দরকার তা তৈরি করতে পারবেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top