ইমু লুকানো ৬ টি সেটিং যা কেউ জানেনা ||

বন্ধু এবং পরিবারের সবার সাথে ভিডিও কল কিংবা অডিও কলে কথা বলার জন্য বর্তমান সময়ের সবচেয়ে জনপ্রিয় এপ গুলোর মধ্যে অন্যতম হলো ইমু।

আপনি চাইলে এই অ্যাপসটি সহযোগিতায় বিশ্বের যেকোন প্রান্তে যেকোন কারো সাথে খুব সহজেই যোগাযোগ রাখতে পারবেন।

সবচেয়ে ভালো ব্যাপার হলো এই যে,এই অ্যাপসটি একদম কম নেটওয়ার্ক কানেকশন এ ভালো সার্ভিস দেয়, আপনি চাইলে টুজি, থ্রিজি, ফোরজি যেকোনো নেটওয়ার্ক এটি ব্যবহার করতে পারেন।

ইমু অ্যাপস ডাউনলোড

ইমু ব্যবহার করার পূর্বে সর্বপ্রথম আপনাকে অফিশিয়াল ইমো অ্যাপস ডাউনলোড করে নিতে হবে পরে এটি আপনার নির্দিষ্ট ডিভাইসে ইন্সটল করতে হবে।

 সিক্রেট কালার

ইমোতে আমরা প্রায় প্রত্যেক সময় সাদা রঙের চ্যাট বক্সে যে কারো সাথে চ্যাট করি। আর প্রায় প্রত্যেক সময় একই রকমের কালার দেখার কারণে আমাদের বিরক্তি আসতে পারে।

কিন্তু আপনি চাইলে এই কালারটি কে পরিবর্তন করে আপনার মনের মত কালার দিয়ে আপনার প্রিয়জনের সাথে চাট করতে পারবেন।

আর এজন্য আপনাকে যে কারো চাট লিস্ট ঢোকার পর বামদিকের 3 ডট করতে হবে ক্লিক করতে হবে। তাহলে আপনি একটি অপশন দেখতে পারবেন “Chat Colour

ইমু ব্যবহার করেন কিন্তু জানেন কি ইমুতে লুকিয়ে থাকা 6 টি সেটিং গুলো সম্পর্কে?
আর এতে ক্লিক করলেই আপনি অনেকগুলো কালারের মধ্যে আপনার পছন্দের কালার বেছে নিতে পারেন।

 রিংটোন পরিবর্তন

আপনি ইমোতে প্রায় প্রত্যেক সময় এক রকম রিংটোন দেখতে পান। আপনি চাইলে কিন্তু আপনার মনের মত রিংটোন দিতে পারবেন যেকোনো ইনকামিং কলের জন্য।

এজন্য ইমু সেটিং অপশনে ক্লিক করার পর, Notification অপশনে ক্লিক করুন। তাহলে আপনি যেকোন ধরনের রিংটোন পরিবর্তন এর অপশন গুলো দেখতে পারবেন।

আপনি চাইলে ইনকামিং কল রিংটোন কিংবা মেসেজ এ রিংটোন পরিবর্তন করতে পারবেন।



 

 অটোমেটিক ফটো ভিডিও ডাউনলোড

অনেক সময় দেখা যায় আমাদের বন্ধু বান্ধব ইমোতে কোন ছবি কিংবা ভিডিও শেয়ার করলে তা অটোমেটিক আমাদের ফোনে সেভ হয়ে যায়।

অনেক সময় এটা আমাদের সমস্যার কারণ হয়ে দাঁড়ায়, কারণ আপনি যদি অনেকগুলো ইমু চ্যাট গ্রুপে থাকেন তাহলে প্রতিদিন অনেক ছবি, ভিডিও অটোমেটিক্যালি আপনার ইনবক্সে আসতে পারে।

এ মধ্যে অযথাই ছবি ভিডিওতে আপনার ফোনের কিংবা মেমোরি কার্ডের স্টোরেজ পূর্ণ হয়ে যাবে। যা আপনি কখনই চাইবেন না।

আপনি যদি এটি বন্ধ করতে চান তাহলে প্রথমে ইমু সেটিং অপশনে ক্লিক করুন, তারপর  Genarel অপশনটিতে ক্লিক করার পর আপনি দেখতে পারবেন Storage অপশনটি।

Storage অপশনটিতে ক্লিক করার পর আপনাকে শুধুমাত্র নিচের দেয়া দুটি অপশন সিলেক্ট করা থাকলে এগুলো রিমুভ করতে হবে।

 

 অ্যাক্টিভ স্ট্যাটাস বন্ধ

আপনি যখন ইমোতে একটিভ থাকেন তখন যে কেউ আপনাকে দেখতে পারবে যে আপনি এখন অনলাইনে আছেন। অনেক সময় এটা আমরা চাই না।

এটার কারণ অনেকগুলো হতে পারে, আপনি হয়তো বেক্তিগত কোন সমস্যার কারণে ইমোতে আপনার অ্যাক্টিভ স্ট্যাটাসটি বন্ধ করে রাখতে চান।

আপনি এটা চান যে আপনি ইমোতে একটিভ থাকেন কিন্তু এটা কেউ দেখতে না পায়, এজন্য আপনাকে একটি ছোট্ট প্রসেস ফলো করতে হবে।

আপনাকে পূর্বের মতো ইমো সেটিং অপশনে যেতে হবে, তারপর Privacy তে ক্লিক করলে Last Seen নামক একটি অপশন দেখতে পাবেন।

এটার উপর ক্লিক করার পর তা যদি My Contact করা থাকে তাহলে এটাকে  nobody করে সেভ করে দিন। তাহলে ইমোতে আপনি অ্যাক্টিভ থাকলেও কেউ তা দেখতে পারবেনা।

 

 ইমু ক্যামেরা

আপনি চাইলে ইমু এপস এর মাধ্যমে খুব ভালো ছবি তুলতে পারেন, আর এর জন্য আপনাকে বারবার ইমু তে ঢুকতে হয় ছবি তোলার জন্য।

কিন্তু আপনি যদি একবার ইমু ক্যামেরাকে আপনার হোমস্ক্রীনে এডিট করে দেন তাহলে আপনি এখানে ক্লিক করার মাধ্যমে ছবি উঠতে পারবেন।

অর্থাৎ বারবার আপনাকে ইমোতে ঢুকতে হবে না ছবি উঠার জন্য। এজন্য আপনাকে সেটিং অপশনে যেতে হবে এবং তাহলে আপনি একটি সেটিং পেয়ে যাবে না সেটি হল ‘Add Camera On Homescreen‘এটাকে ক্লিক করলে এতে আপনার হোমস্ক্রীনে ইমো ক্যামেরা যুক্ত হয়ে যাবে, এবং আপনি চাইলে এখানে ক্লিক করার মাধ্যমে যে কোন সময় ছবি উঠতে পারবেন।

 প্রোফাইল পিকচার লুকানো

আপনি চাইলে ইমোতে শেয়ার করে আপনার প্রোফাইল পিকচার থেকে লুকিয়ে রাখতে পারবেন, যাতে করে কেউ এটি দেখতে পারবেনা।

এতে আপনি চাইলে সবার জন্য উন্মুক্ত করে দিতে পারেন আবার আপনার ফ্রেন্ডের জন্য উন্মুক্ত করতে পারেন কিংবা শুধুমাত্র নিজের জন্য উন্মুক্ত করতে পারেন।

এজন্য আবার আপনাকে সেটিং অপশনে যেতে হবে তারপর ক্লিক করতে হবে Privacy অপশনটিতে এবং তাহলে আপনি দেখতে পারবেন Avator নামক অপশন।

এখন আপনি যদি এই অপশনটিতে ক্লিক করে এটাকে “Everyone করে দিন তাহলে প্রোফাইল পিকচার সবাই দেখতে পারবে, My Contact সিলেক্ট করলে শুধুমাত্র আপনার ফ্রেন্ডরা দেখতে পারবে।

আর আপনি যদি এটাকে Nobody  সিলেক্ট করে দিন তাহলে কেউ আপনার প্রোফাইল পিকচার দেখতে পারবেনা।

 

ইমু ব্যবহার করেন কিন্তু জানেন কি ইমুতে লুকিয়ে থাকা 6 টি সেটিং গুলো সম্পর্কে?

আর উপরে দেয়া গুরুত্বপূর্ণ সেটিং গুলো অবশ্যই আপনাকে জানতে হবে যদি আপনি ইমো ব্যবহার করে থাকেন!

1 thought on “ইমু লুকানো ৬ টি সেটিং যা কেউ জানেনা ||”

  1. চমৎকার তথ্য শেয়ার করার জন্য মহান ধন্যবাদ. আমি আপনার ব্লগ পড়া ভালোবাসি

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top