ফেসবুকে আপনার যদি কারো সাথে ঝগড়া হয় কিংবা সে যদি আপনার কোন ক্ষতি করার চেষ্টা করে, তাহলে আপনি কি করতে চান?
নিশ্চয়ই আপনি এটা ভাববেন; ওই ব্যক্তির ফেসবুক আইডি রিপোর্ট করে ডিসেবল করে দেওয়ার, তাছাড়া কারো সাথে যদি ফেসবুকে আপনার শত্রুতা থাকে তাহলেও আপনি তার ফেসবুক আইডি রিপোর্ট করে ডিসেবল করে দিতে চান।
এছাড়া আরো অনেক কারন আছে যার কারণে আমরা চাই যে, যে কারো ফেসবুক অ্যাকাউন্ট রিপোর্ট করার মাধ্যমে ডিসেবল করে দিতে, হতে পারে সে আপনার সাথে ফাপরবাজি করছে কিংবা অন্যকিছু।
আজকের এই পোস্টটিতে আমি আলোচনা করব কিভাবে আপনি ফেসবুকে যে কারো অ্যাকাউন্ট রিপোর্ট করার মাধ্যমে ডিসেবল করে দিতে পারবেন।
এজন্য প্রথমে যার প্রোফাইল ডিসেবল করতে চান সেই প্রোফাইল ভিজিট করুন এবং More এ ক্লিক করুন, এবং এরপর find support and report this profile অপশনটিতে ক্লিক করুন!
এরপর আপনি রিপোর্ট করার জন্য অনেকগুলো কারণ পেয়ে যাবেন. তবে সঠিক পন্থা অবলম্বনের জন্য নিচের স্ক্রীনশট গুলো স্টেপ বাই স্টেপ ফলো করুন।
প্রথমে ক্লিক করুন pretending to be someone এরপর আপনি তিনটি অপশন দেখতে পারবেন এখান থেকে যেকোন একটি অপশন সিলেক্ট করুন।
এখানে দেওয়া অপশন গুলো সম্পর্কে একেবারে ক্লিয়ার করা যাক যাতে আপনাদের রিপোর্ট করতে সুবিধা হয়।
Me– যদি এই প্রোফাইলটি কোন রকম ভাবে আপনাকে কোন সমস্যা করে তাহলে এই অপশনটি সিলেক্ট করতে পারেন।
কোন সমস্যা না করলেও ওই প্রোফাইলে কোন ডকুমেন্ট যেমন একাউন্টের নাম প্রোফাইল পিকচার ইত্যাদি যদি আপনার প্রোফাইলের সাথে মিলে যায় তাহলেও এটি সিলেক্ট করতে পারেন।
A friend – ওই ব্যক্তি যদি আপনার কোন বন্ধুর সাথে অসহনীয় আচরণ করে তাহলে এই রিপোর্টটি করতে পারেন। অথবা আপনি যদি ওই আইডি কে কেন্দ্র করে কোনো ক্লোন খুলেন তা হলেও এটি সিলেক্ট করতে পারবেন।
তবে রিপোর্টটি তখনই কাজ করবে যখন ওই ব্যক্তির সমস্ত ডকুমেন্ট আপনার ফ্রেন্ডস কিংবা ক্লোন করা আইডির সাথে মিলে যাবে।
Celebrity – সেলিব্রেটি সিলেক্ট করে রিপোর্ট করার জন্য যদি ওই রিপোর্টে মেনশন করা ব্যক্তি আর মিলে যায় তাহলে ফেসবুক কর্তৃপক্ষ 100 ভাগ নিশ্চিত ভাবে অ্যাকাউন্ট রিমুভ করে দিবে।
তবে সেলিব্রেটি সিলেক্ট করার আগে অবশ্যই এটা নিশ্চিত হতে হবে যে ওই ব্যক্তির ফেসবুক একাউন্টের নাম, সেলিব্রিটি ফেসবুকের একাউন্টের নাম এরমধ্যে যেন কিছুটা মিল থাকে।
আপনি চাইলে সার্চ করে নামটি বের করতে পারবেন যখন আপনি সেলিব্রিটি সিলেক্ট করবেন, আমি যেহেতু সেলিব্রিটি আপনার সিলেক্ট করেছি তাই নিচের স্ক্রিনশট ফলো করুন।
সেলিব্রিটি সিলেক্ট করার পর ফেসবুক আইডি নামের প্রথম অক্ষর দিয়ে একজন সেলিব্রেটিকে খুঁজে বের করুন, এবং তারপর সিলেক্ট করে নেক্সট এ ক্লিক করুন।
এবার রিপোর্ট প্রোফাইলে ক্লিক করার মাধ্যমে আপনাদের রিপোর্টটিকে ফেসবুক কর্তৃপক্ষের কাছে রিভিউতে পাঠান।
রিপোর্ট সাবমিট করা হয়ে গেলে আবার প্রথম পেজে ফিরে আসুন, এবং এখান থেকে সিলেক্ট করুন fake account।
অপশনটি সাহায্যে যদি ওই ফেসবুক অ্যাকাউন্ট কোন ধরনের ভুয়া ডকুমেন্ট ব্যবহার করে থাকে তাহলে ফেসবুকের কাছে ধরা খাবে।
যাতে করে তার ডিজেবল হয়ে যাবে ফেসবুক থেকে।
এবার পূর্বের ন্যায় রিপোর্টটিকে ফেসবুকে সাবমিট করুন। এতে করে ফেসবুক কর্তৃপক্ষ আপনার দেয়া রিপোর্ট এর সত্যতা যাচাই করতে পারে।
রিপোর্ট সাবমিট করার জন্য নিচের স্ক্রিনশট ফলো করুন।
তারপর আবার প্রথম পেজে চলে আসুন এবং আবার সিলেক্ট করুন Fake name এই অপশনটি, তাতে করে ওই ব্যক্তির নাম যদি ফেসবুক পলিসি বাইরে হয় তাহলে ফেসবুক কর্তৃপক্ষ তার একাউন্ট সহজেই রিমুভ করে দিবে।
রিপোর্ট করা হয়ে গেলে আপনার ফিডব্যাক টি সাবমিট করুন পূর্বের ন্যায়, এবং ক্লিক করুন report profile অপশনটিতে, তাহলে আপনি পেয়ে যাবেন আরেকটি নতুন ট্যাব!
এখানে আপনাকে ‘I believe that this goes against Facebook’s Community Standards’ এই অপশনটিতে ক্লিক করার মাধ্যমে রিপোর্টটি তাদের কাছে জমা দিতে হবে।
আর আপনার দেয়া রিপোর্ট তাদের কাছে পৌঁছেছে কিনা তা আপনি আপনার ফেসবুকের সাপোর্ট ইনবক্স থেকে জেনে নিতে পারবেন।
নিচের লিঙ্ক থেকে আপনি সাপোর্ট ইনবক্সে সরাসরি চলে যেতে পারবেন এবং দেখতে পারবেন আপনার রিপোর্টটি ফেসবুক কর্তৃপক্ষের কাছে পৌঁছেছে কিনা।
Facebook Support inbox
সবকিছু ঠিক থাকলে কয়েক ঘন্টা পর ফেসবুক কর্তৃপক্ষ আপনার রিপোর্ট করার কারণে ওই অ্যাকাউন্ট রিমুভ করে দিবে।
সম্মানিত মহোদয়,
আমার একটি ফেসবুকে ধর্মীয় পেজ ছিল। যার নাম ছিল “ভাগবত কথা”। পেজটা খুব পপুলার ছিল। কিন্তু বেশ কিছুদিন যাবৎ আমি আমার পেজের সব নিয়ন্ত্রণ বা একসেস হারিয়ে ফেলেছি। কিন্তু কে বা কারা যেন আমার সেই উক্ত পেজ ব্যবহার করে নোংরা বা অশ্লীল পোস্ট করতেছে, যা সম্পূর্ন কুরুচিপূর্ণ। এখন আপনারাই কেবল আমাকে হেল্প করতে পারেন। কিভাবে আমি পেজটাকে ডিসেবল করতে পারি। প্লিজ হেল্প 🙏