আমাদের অনেকেরই সং আইডি তৈরি করার ইচ্ছা থাকে অনেকেই হয়তো অনেক ধরনের প্রসেস ইউজ করছে কিন্তু সফলতা পাচ্ছেন না।
আজকের এই পোস্টটিতে আমি আলোচনা করব কিভাবে আপনি খুব সহজ একটি ফেসবুক সং আইডি তৈরি করতে পারবেন।
এর জন্য আপনাকে শুধুমাত্র কয়েকটি সিম্পল প্রসেস ব্যবহার করতে হবে। যার সাহায্যে আপনি খুব সহজেই সং আইডি তৈরি করতে সক্ষম হবে।
প্রথমে আপনাকে ভিপিএন ডাউনলোড করতে হবে। কারণ সং আইডি তৈরি করার জন্য আপনার প্রক্সি চেঞ্জ করা লাগে।
তাই প্রথমে নিচে থেকে ভিপিএন টি ডাউনলোড করে নিন!
Download link:Master VPN
ভিপিএন টি ডাউনলোড করা হয়ে গেলে এবার আপনি আপনার নিজের মন মত একটি গান লিখুন।
যে গানটি সাহায্যে আপনি ফেসবুক আইডি তৈরি করতে চান।তবে গানটি সব অক্ষর ক্যাপিটাল লেটার হতে হবে’।
আর একসাথে অনেকগুলো ক্যাপিটাল লেটার লেখা হয়তো অনেক কষ্টকর। তার জন্য নিচে আমি আরেকটা লিংক দিয়ে দিচ্ছি।
এখানে আপনি আপনার গানটি যেকোনো ভাবে লিখে ক্যাপিটাল লেটার করতে পারবেন।
Link:Convertcase
এই লিংকে ঢোকার পর আপনি আপনার গানটি কে গানে পেস্ট করুন। আর নিচের স্ক্রিনশট ফলো করলে আপনার সমস্ত গানের লেটারগুলো ক্যাপিটাল লেটার হয়ে যাবে।
এবার ওই ভিপিএন টিতে ঢুকুন যেটা আপনি কিছুক্ষণ আগে ডাউনলোড করেছেন।
এবং আপনার প্রক্সি কে চেঞ্জ করে ইন্ডিয়া সিলেক্ট করুন!
এবং আপনার ফেসবুক অ্যাকাউন্টের ল্যাঙ্গুয়েজ কে অবশ্যই তামিল সিলেক্ট করুন।
তারপর আপনার ফেইসবুক একাউন্টের নাম চেঞ্জিং অপশনে যান।
এবং কিভাবে নাম সেভ করবেন তা আমি নিচে রেখে দিচ্ছি!
প্রথমে আপনি একটি সং লিখুন! তারপর গানটির প্রতিটি অক্ষরের পর জাপানি স্পেস ব্যবহার করুন!
জাপানিজ স্পেস হল:( ) এই ব্রাকেটের ভিতর স্পেস টি ব্যবহার করুন আপনার গানের প্রতিটি শব্দের পরে! তাহলে হয়তো আপনার গানটি নিচের মত হবে।
-TORE VULE JAWAR LAGI AMI
এবার এখান থেকে প্রথম শব্দটি কে ফাস্ট নেইমের বক্সে’ এবং মিডল নেম এর বক্সে বাকি সব গানকে পেস্ট করে বসিয়ে দিন।
এবং লাস্ট নেম এর বক্সে: (- II) ব্রাকেটের ভিতর সিম্বল টি বসিয়ে দিন. তারপর চেঞ্জ নেম অপশন এ ক্লিক করে আপনার ফেসবুক একাউন্টে পাসওয়ার্ড দেওয়ার মাধ্যমে নাম দিয়ে সেভ করুন।
তাহলেই হয়ে গেল আপনার সং নেম ফেসবুক একাউন্ট।