ফেসবুক একাউন্ট ব্লু ভেরিফাই করার ইচ্ছা আমাদের সকলেরই আছে।কারণ আমরা চাই যে ফেসবুকে আমাদেরকে অন্যদের চেয়ে ভিন্ন দেখা যাক।
কারণ আপনি যদি ফেসবুকে কোন একাউন্টে ব্লু ভেরিফাই করা দেখতে পান, তাহলে আপনি নিশ্চয়ই এটা বুঝে যান যে এটা কোন সেলিব্রেটি মানুষের ফেইসবুক অ্যাকাউন্ট।
এতে আপনি হয়তো বাধ্য হন তাকে ফলো করতে,অনেকেই হয়ত এটার মর্ম উপলব্ধি করতে পারেন।
আর মনের মধ্যে একটি বাসনা জাগে যদি আমার ফেসবুক অ্যাকাউন্ট এরকম ব্লু ভেরিফাই করা যেত?
তাহলে কিভাবে আপনার ফেসবুক একাউন্ট ভেরিফাই করবেন? এই পোস্টটিতে আমি আলোচনা করেছি কিভাবে খুব সহজেই আপনি আপনার ফেসবুক একাউন্ট ব্লু ভেরিফাই করতে পারবেন।
কাস্টমাইজ: এর জন্য প্রথমেই আপনাকে আপনার ফেইসবুক একাউন্টটি কে ভালোভাবে কাস্টোমাইজ করে নিতে হবে।
যেকোনো ধরনের ইনফরমেশন গুলো ভালোভাবে ফিলাপ করতে হবে। আপনার প্রোফাইলকে পুরো 100% কাস্টমাইজ করতে হবে।
ইউনিক কনটেন্ট: আপনার ফেসবুক প্রোফাইলে অবশ্যই ইউনিক কনটেন্ট পাবলিশ করতে হবে।
আপনি যদি অন্যান্য কোন পেইজ থেকে কিংবা প্রোফাইল থেকে অন্যের পোস্ট কপি করে আপনার টাইমলাইনে পাবলিশ করেন তাহলে হবে না।
তবে চেষ্টা করবেন প্রোফাইলে অবশ্যই বিজনেস মূলক স্ট্যাটাস পাবলিশ করার। কারণ ফেইসবুক এ রকম জিনিস গুলো কে সবচেয়ে বেশি প্রাধান্য দেয়।
তাছাড়া কনটেন্টগুলো যদি ইংরেজিতে দিতে পারেন তাহলে আরো ভালো হয়। আপনার ফেসবুক অ্যাকাউন্ট ব্লু ভেরিফাই হওয়ার আশংকা আরো বেড়ে যায়।
আপনার ইংরেজী সম্পর্কে ধারণা না থাকলে আপনি চাইলে গুগল ট্রান্সলেট ব্যবহার করে আপনার বাংলা লেখা গুলোকে ইংরেজিতে রূপ দিতে পারবেন।
তবে না পারলে বাংলাতে কনটেন্ট পাবলিশ করুন আপনার টাইমলাইনে। এতেই কাজ হয়ে যাবে।
প্রতিদিন আপনার ফেসবুক টাইমলাইনে মানসম্মত তিন-চারটি আর্টিকেল পাবলিশ করুন।এবং প্রোফাইল টা কে বড় হতে কিছুদিন সময় দিন।
ফলোয়ার: আপনার ফেসবুক প্রোফাইলে ফলোয়ার কিছুটা বাড়িয়ে নিন, যাতে দেখা যায় প্রোফাইলটি কিছুটা মানসম্মত।
তবে ভুলেও অটো ফলোয়ার এর চিন্তা করবেন না, কারণ এটা আপনার ফেসবুক প্রোফাইল এর উপর বিরূপ প্রভাব ফেলবে।
প্রতিদিন আপনার টাইমলাইনে মানসম্মত পোস্ট করার মাধ্যমে ফলোয়ার এমনিতেই বেড়ে যাবে।
এবার নিচের লিংকে সহায়তা নিন।
Link: Help Forum
উপরের লিংকে ক্লিক করার পর স্ক্রীনশটএর মত একটি পেইজ দেখতে পারবেন, পেইজটি কিভাবে ফিলাপ করবেন তার বর্ণনা আমি নিচে দিয়ে দিচ্ছি।
Verification type: আপনি যদি আপনার ফেসবুক প্রোফাইল ব্লু ভেরিফাই করতে চান তাহলে “Profile” সিলেক্ট করুন আর যদি পেইজ ব্লু ভেরিফাই করতে চান তাহলে “Page” সিলেক্ট করুন।
Provide your Facebook Profile’s link: এখানে আপনার ফেসবুক একাউন্ট এর লিঙ্ক দিন। যে আইডি ব্লু ভেরিফাই করতে চান।
Please attach a photo of your ID: এখানে একটি গভারমেন্ট ডকুমেন্ট দিন। আপনি যদি সরকারের কোনো উচ্চপদস্থ স্থানে কাজ করেন তাহলে এর সার্টিফিকেট দিন।
কিংবা আপনি যদি স্টুডেন্ট হন তাহলে আপনার স্কুলের সার্টিফিকেট সাবমিট করুন!
মোট কথা হল আপনি যে ফরমেট থাকেন না কেন, আপনার ডেট অফ বার্থ এবং নেইম অনুসারে রিয়াল ডকুমেন্টটি এখানে সাবমিট দিতে হবে।
এখানে অনেকেই একটি ভুল করে থাকেন আর সেটা হলো তারা কার্ড এডিট করে থাকেন, অন্যের কার্ড এডিট করে আপনি কখনোই আপনার ফেসবুক একাউন্ট ব্লু ভেরিফাই করতে সক্ষম হবেন না।
এমনি ছোটখাটো ভেরিফাই হবে তা হয়ে যেতে পারে! যেমন নেম ভেরিফাই কিংবা অন্য কিছু।
Additional information: এখানে আপনি আপনার নিজের সম্পর্কে কিছু লিখুন। তবে ভুয়া কিছু লেখা থেকে বিরত থাকাটাই শ্রেয়।
আপনি যেই ফরমেটে কাজ করেন না কেন, কিংবা আপনি যদি সেলিব্রেটি হন যে ফরমেটে সেলিব্রেটি তা বর্ণনা করুন।
ফেসবুক কর্তৃপক্ষ এমনিতেই আপনার ডকুমেন্ট দেখলে তা উপলব্ধি করতে পারবে তবুও এটা বর্ণনা করা ভালো।
তারপর সাবমিট করুন।উপরে উল্লেখিত সমস্ত ডকুমেন্ট গুলো ঠিক থাকে আপনার ফেইসবুক অ্যাকাউন্ট অবশ্যই ভেরিফাই হয়ে যাবে।
তবে এখানে একটি কথা স্পষ্ট করা যাক! আর সেটা হলো অনেকেই চায় যে ব্লু ভেরিফাই ফেইসবুক একাউন্ট ক্রয় করার জন্য
এটা আসলে অবৈধ একটি কাজ কিংবা আপনি চাইলে এটা কখনোই করতে পারবেন না, আপনি যদি অবৈধ উপায়ে ফেসবুক অ্যাকাউন্টে ব্লু ভেরিফাই করে নেন যদিও এটা সম্ভব নয়।
তাহলে ফেসবুক কর্তৃপক্ষ যখন নজরদারিতে আপনার ফেসবুক একাউন্ট ত্রিপুরা তখন তারা আপনার ব্লু ভেরিফাই Badge রিমুভ করে দিবে।
যদিও এটা কোন ক্ষেত্রে কাম্য নয়।তাই চেষ্টা করুন লিগাল উপায় ফেসবুক একাউন্ট ব্লু ভেরিফাই করার।