আপনি হয়তো স্টাইলিশ বায়ো খুজছেন? কিংবা আপনি হয়তো পেয়েও গেছেন স্টাইলিশ বায়ো?
হয়তো আপনার যার কাছ থেকে সংগ্রহ করেছেন অথবা যতটুকু সংগ্রহ করেছেন তাতে আপনি সন্তুষ্ট নন।
আপনি হয়ত এটা চাইছেন আপনার নিজের মতো করে যেকোন টেক্সট দিয়ে স্টাইলিশ ভাবে বায়ো তৈরী করতে।
কিন্তু আপনি হয়তো তা করতে সক্ষম হচ্ছেন নাহ। আর আজকের এই পোষ্টে আমি আলোচনা করবো কিভাবে আপনি খুব সহজেই নিজের মতো যেকোন টেক্সট দিয়ে স্টাইলিশ বায়ো তৈরী করতে পারবেন।
এর জন্য আপনাকে একটি ওয়েবসাইটের সহযোগিতা নিতে হবে।যার সাহায্যে আপনি খুব সহজেই স্টাইলিশ বায়ো তৈরী করতে পারবেন।
link: Mega Cool Text
ওয়েবসাইটে প্রবেশ করার পর আপনি নিচের দিকে স্কল করলে দেখতে পারবেন “write your nickname” নামক একটি অপশন আছে।
এখানে আপনি আপনার ইচ্ছামত যেকোন ধরনের টেক্সট লিখুন।যে টেক্সট এর সমন্বয়ে আপনি আপনার ফেসবুক একাউন্ট এর বায়ো তৈরী করতে ইচ্ছুক।

লিখা হয়ে গেলে আপনি যদি পেইজটাকে একটু নিচের দিকে স্ক্রল করুন। তাহলে আপনি স্টাইলিশ ম্যাজিক বায়ো পেয়ে যাবেন।
এবং আপনি চাইলে এখান থেকে এগুলো কপি করে আপনার ফেসবুক একাউন্ট এর বায়ো সেকশনে খুব সহজেই বসিয়ে দিতে পারবেন।

আর আপনি যদি এতে সন্তুষ্ট না থাকেন তাহলে আপনার জন্য আরো স্টাইলিশ ওয়ার্ড অপেক্ষা করছে। আর এগুলো আপনি পেইজটাকে একটু নিচের দিকে নিলেই পেয়ে যাবেন।
এখানকার অপশনটি হলো “Text Generator” আর এই টেক্সট জেনারেটর গুলোর মধ্যে আছে কয়েকটি ইন্টারেস্টিং বিষয়াদি।
যা আপনার টেক্সটকে আরো ভালোভাবে সাজিয়ে তুলবে যা আপনার ফেসবুক বায়োকে আরো আকর্ষনীয় করে তুলবে।
আর সেগুলো হলো -“Chinese Letters“
“Cool Letters” আর আরেকটি হলো Cute Letters যেগুলোর সাহায্য ফেসবুকের জন্য তৈরী করা আপনার পছন্দের বায়োটি আরো ইন্টারেস্টিং হয়ে উঠবে।

এখানের একটি ব্যবহার করার নিয়ম আমি দেখিয়ে দিচ্ছি। আর এটা পারলে পরের দুইটাও ঠিক একই রকমভাবে আপনি করতে সক্ষম হবেন।
এরজন্যে প্রথমে তিনটি অপশনের মধ্যে থেকে যেকোন একটি অপশনে ক্লিক করুন।
তারপর ঠিক আগের মতই “Write Your Nickname” এর যায়গায় আপনার বায়োটি লিখুন। তাহলেই কাজ হয়ে যাবে।

আর এভাবেই আপনি বাকি ২ টা অপশন দিয়ে বায়ো তৈরী করতে পারবেন।