ভুল কোন ছবি আপলোড অথবা দুর্বল ইউজার এক্সপেরিয়েন্স এর কারণে অনেক সময় আমাদের ফেসবুক আইডিটি ফেসলক সমস্যায় পড়ে যায়।
এবং এই সমস্যার পড়ার পরে আপনি যখন একটি ছবি আপলোড দেন তখনই ফেসবুক কর্তৃপক্ষ কর্তৃক একটা ম্যাসেজ আপনি দেখতে পান “You can’t use Facebook at these Moment“
যার কারণে কিছুদিনের জন্য আপনি ফেসবুক ব্যবহার করতে পারেন না।এটা যদি আপনার ফেক আইডি হয় তাহলে কোন সমস্যা কিংবা চিন্তা থাকে নাহ।
কিন্তু এর প্রভাব তখনই লক্ষ্য করা যায় যখন এটা আপনার একমাত্র রিয়াল ফেইসবুক আইডি হয়।
তাহলে কিভাবে এই সমস্যা দূরীকরণ করে আপনি আবারও ফেসবুক ব্যবহার করতে পারবেন?
এর জন্য প্রথমে নিচের লিঙ্ক থেকে একটি অসাধারণ ভিপিএন ডাউনলোড করে নিন।এটি আপনি প্লে স্টোরে কিংবা গুগলে কোন জায়গা পাবেন না।
তাই নিচের লিংক থেকে ডাউনলোড করুন!
Link:Master Vpn
ভিপিএনটি ডাউনলোড করা হয়ে গেলে অ্যাপসটিতে প্রবেশ করুন, এবং এখান থেকে আপনি স্পেইনের প্রক্সি সিলেক্ট করে ভিপিএন কানেক্ট করে দিন।
এবার আপনি ওই ফেসবুক আইডিতে ঢুকুন যেখানে আপনি “You can’t use Facebook at these Moment” এই সমস্যাটি দেখতে পাচ্ছেন।
আপনাকে শুধুমাত্র এই পেইজটির স্ক্রিনশট নিতে হবে ,যাতে করে আপনি তাদের হেল্প সেন্টারে এই প্রমাণটি দিতে পারেন।
স্ক্রিনশট নেয়া হয়ে গেলে নিচের দেয়া দুটি লিঙ্কে আপনার এই সমস্যাটির কথা সাবমিট করতে হবে। তাহলেই আপনি এই সমস্যা থেকে মুক্তি পাবেন।
Link :Report a Login Issue
উপরের লিঙ্কে ক্লিক করার পর আপনি একটি পেজ দেখতে পারবেন! এই পেইজটিকে সেইভাবেই ফিলাপ করুন, যেভাবে আমি নিচে দেখিয়ে দিচ্ছি।
“Description Of Issues” এ জায়গায় আপনি চাইলে নিজে থেকে আপনার সমস্যাটির কথা বলতে পারেন।
কিংবা নিচের দেওয়া টেক্সট গুলোকে কপি করে পেস্ট করে দিতে পারেন।
Dear Facebook Team. This is my real ID. At present I have this problem in my Real Facebook ID, which is "You cant use Facebook right now. I send my real email and screenshot of this problem. I hope to get my real Facebook ID back soon. Thanks The Facebook Team
উপরে লিংকটিতে সাবমিট করা হয়ে গেলে এবার আপনাকে আরেকটি লিংকে আপনার সমস্যাটির কথা সাবমিট করতে হবে।
Link:Security checks preventing login
এই লিংকটিতে আপনি আগের পেইজের মত একটি পেইজ দেখতে পারবেন, এবং এটাও হুবহু আগের মতোই ফিলাপ করে সাবমিট করুন।
এবার কিছুক্ষণ অপেক্ষা করুন! আমি 100% গ্যারান্টি দিচ্ছি যে আপনার ফেসবুক অ্যাকাউন্ট আবারও ওপেন হবে।
তবে সকল কাজ করার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে যেন ভিপিএন কানেক্ট করা থাকে।
অন্যথায় এটা কাজ নাও করতে পারে। বেস্ট অফ লাক!