ইম্পোস্টার রিপোর্ট সম্পর্কে আমাদের সকলেরই কিছুটা হলেও ধারণা আছে।
এই রিপোর্টটি তখনই করা হয় যখন আপনি কাউকে একটি ফেসবুক আইডি গিফট দেন, এবং সে ছদ্মবেশ ধারণ করে আপনার ক্ষতি সাধন করে।
কিংবা আপনি ওই ব্যবহারকারীর নাম, ডেট অফ বার্থ ,এবং ইমেইল আপনি জানেন অর্থাৎ ফেসবুক আইডিটি আপনারই থাকে।
কিন্তু এই আইডি কোন কারনে ওই ব্যক্তিটি দখল করে এবং আপনাকে নানারকম ব্ল্যাকমেল করতে থাকে।
এই রিপোর্টটি একটি ভয়ঙ্কর রিপোর্ট প্রিটেন্ডিং ডিজেবল রিপোর্টের চেয়েও আরো বেশি মারাত্মক।
আপনি চাইলে এই রিপোর্টে সাহায্যে আপনার যে কোন শত্রুর ফেসবুক আইডি খুব সহজেই চিরতরে ফেসবুক থেকে মুছে দিতে পারবেন।
এর জন্য আপনাকে ওই ব্যবহারকারীর কয়েকটি ইনফরমেশন সম্পর্কে জানা লাগবে।
এবং আপনাকে অবশ্যই ওই ব্যবহারকারীর নাম ডেট অফ বার্থ এর সাহায্যে একটি কার্ড তৈরি করতে হবে।
এই রিপোর্টটি করার জন্য আপনাকে নিম্নলিখিত বিষয়গুলো অবশ্যই ওই ব্যবহারকারীর কাছ থেকে আগে জেনে নিতে হবে।
- ওই ফেসবুক আইডির নাম।
- ফেসবুক আইডির ডেট অফ বার্থ
- ইমেইল।
- উপরের তত্ত্বের সাহায্যে( নাম ডেট অফ বার্থ) এর দ্বারা তৈরি একটি গভারমেন্ট ডকুমেন্ট।
- ওই ফেসবুক আইডির লিংক।
এখানে কয়েকটি বিষয় নিজের আয়ত্তে আনা অবশ্যই কিছুটা কষ্টকর, তবুও আপনি যদি এই ডকুমেন্টগুলো জেনে থাকেন তাহলে খুব সহজেই যে কারো আইডিতে ইম্পোস্টার রিপোর্ট করতে পারবেন!
এর জন্য সর্বপ্রথম আপনাকে ওই ব্যবহারকারীর ফেসবুক আইডির লিংক কপি করতে হবে, যার আইডিতে আপনি ইম্পোস্টার রিপোর্ট করতে চান।
যেকোনো ফেসবুক আইডি লিংক কপি করতে সকলেই জানেন, তবুও যারা জানেন না তারা নিচের স্ক্রিনশট থেকে ধারণা নিতে পারেন।
তারপর উপরে দেওয়া বিষয়গুলো সম্পর্কে আগে নিশ্চিত হোন, এবং এতে সক্ষম হলে নিচের দেয়া লিঙ্কে ক্লিক করুন!
Link: Report An Imposter Profile
লিংকে ক্লিক করার পর যে পেজটি আসবে তা নিচের দেওয়া স্ক্রীনশট এর মত যথাযথভাবে ফিলাপ করুন!
উপরে দেওয়া স্ক্রীনশট এর মত লিংকের পেইজে আপনি একেবারে শেষ অংশে দেখতে পারবেন “Upload Your Id“
এখানে আপনাকে ওই ফেসবুক আইডির নাম, ডেট অফ বার্থ এর সাহায্যে একটি ডকুমেন্ট তৈরি করে সাবমিট দিতে হবে।
উপরের মত সবকিছু করা হয়ে গেলে আপনাকে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে!
আপনি নিশ্চিত থাকুন কয়েক ঘন্টার মধ্যে ওই ফেসবুক আইডিটি ফেসবুক কর্তৃপক্ষ চিরদিনের জন্য রিমুভ করে দিবে