বর্তমানে ফেইসবুক আইডি তৈরি করার জন্য যে সমস্ত টেম্পোরারি মেইল ব্যবহার করা হয় তার মধ্যে থেকে স্পাম বক্স এর মেইল গুলো মোটামুটি একটু বেশি ব্যবহার করা হয়।
কারণ এই মেইল গুলোর এক্সেস নেওয়া খুবই সহজ! তবে এই মেইল গুলো খুব সহজেই নিঃশেষ হয়ে যায়।
আর আপনি যদি কখনো এই মেইল গুলো দ্বারা তৈরি ফেসবুক আইডির পাসওয়ার্ড ভুলে যান তাহলে ওটা ফিরে পান না।
কারণ আপনার ইমেইল এ ফরগেট পাসওয়ার্ড করার পরে যেখানে ফেসবুক কর্তৃপক্ষ পাসওয়ার্ড পাঠাবে।
কিন্তু তখনই যদি আপনি আরেকটি ইমেইল ব্যবহার করেন তাহলে আপনি এই রিকোভারি ইমেইলটি পাবেন নাহ।
অর্থাৎ আপনি ওই মেইল টি আর এক্সেস নিতে পারেন না! যার কারণে আপনার কাছে ওই রিকভারি মেইলটি পৌঁছায় না।
এই পোস্টে আমি সম্পূর্ণ আলোচনা করেছি কিভাবে আপনি খুব সহজেই স্প্যাম বক্স এর সকল মেইল গুলো কে রিকভার করতে পারবেন।
এর জন্য প্রথমে নিচের লিঙ্ক থেকে স্প্যাম বক্সের অফিশিয়াল এপস কে ডাউনলোড করে নিন!
Link:Spam Box Apk
অ্যাপটি ডাউনলোড হয়ে গেলে, প্রথমে আপনি ওই অ্যাপসটিতে ঢুকলেই আপনি একটি টেম্পোরারি মেইল পেয়ে যাবেন।
আর আপনি যখন জিমেইল দিয়ে একটি ফেসবুক অ্যাকাউন্ট খুললে ফেলবেন তখন নিশ্চয়ই আপনি চাইবেন আরেকটি মেইল পাওয়ার!আর আপনি পেয়ে যাবেন।
তবে আপনি যদি আগের মেইলটি কে যথাযথভাবে রিকভার করতে না পারেন তাহলে ওই ইমেইল দ্বারা তৈরিকৃত আগের ফেসবুক আইডির পাসওয়ার্ড ভুলে গেলে তা আপনি কখনোই রিকভার করতে পারবেন না।
আপনি যখনই স্প্যাম বক্স এর ড্যাশবোর্ডে যাবেন! তখন এখান থেকে সেটিং অপশনটিতে ক্লিক করুন!
এই অপশনটিতে ক্লিক করার পর একটু নিচের দিকে স্ক্রল করলে, আপনি একটি অপশন খুব সহজে পেয়ে যাবেন! আর সেটা হল “Import”
“Import” এ ক্লিক করার পর অটোমেটিকলি আপনার ক্লিপবোর্ডে একটি গোপন কোড সেইভ হয়ে যাবে! আর এই কোডটি খুবই দরকারী।
এবং এই কোডটি কখনই কারো সাথে শেয়ার করবেন নাহ।
এবার আপনি ঐ কোডটি কে যেকোনো নোটপ্যাডে পেস্ট করে সেভ করে দিন।
আর এভাবে আপনি যতগুলো নতুন মেইল করে খুলবেন, সেই মেইলগুলোকে ইম্পর্ট এ ক্লিক করে কোডটি কে আপনার নোটপ্যাড এ সেভ করে নেবেন।
আর এই কোড দ্বারা আপনি চাইলে খুব সহজে আপনার মেইল কে রিকভার করতে পারবেন।
তাহলে এক নজরে দেখে নিন কিভাবে মেইলটিকে রিকভার করবেন।
আপনি স্পাম বক্স এর সেটিং অপশনে “Import” ঠিক নিচে একটি অপশন দেখতে পারবেন আর সেটা হল “Export“
আর এখানে আপনি যে মেইল কে রিকভার করতে চান সেই মেইল এর কপিকৃত কোড কে বসিয়ে দিবেন।
তাহলে খুব সহজে আপনি ওই আগের মেইলটি কে রিকভার করতে পারবেন।
আর উপরে উল্লেখিত উপায়ে আপনি খুব সহজে স্পাম-বক্স এর যেকোনো মেইলকে লাইফটাইম রিকভার করতে পারবেন।