একটি পোষ্টের কমেন্ট দ্বারা বুঝা যায় এই পোস্টটি আসলে পজিটিভ নাকি নেগেটিভ।
কিন্ত অনেকসময় দেখা যায় ফেসবুকে অটো কমেন্ট অপশন চালু করা থাকে।
যার ফলে আপনি কিংবা অন্য যেকোন কেউ একটি পোস্ট পাবলিশ করলে সেখানে অটোমেটিকলি সেই কমেন্টদাতার নাম সহ কমেন্টটি যোগ হয়ে যায়।
বুট কমেন্ট আসলে কি?
এসব কমেন্ট হলো অটো কমেন্ট যেগুলো আমাদের ফ্রেন্ড এর পোস্ট এ কমেন্ট বক্সে অটোমেটিকলি যোগ হয়ে যাবে যখন আপনি এটা আপনার আইডিতে যুক্ত করবেন।
এতে করে আপনার অ্যাক্টিভিটি লগ অনেক বেড়ে যাবে! তবে এই কমেন্ট গুলো যে কোন টাইপের হতে পারে।
তবে আরেকটি কথা হলো এই কমেন্ট গুলো কখনো আপনার ফেসবুক আইডিতে কোন রকম নেগেটিভ প্রভাব ফেলবে না।
তাহলে শুরু করা যাক যে কিভাবে আপনি আপনার ফেসবুক আইডিতে একটি অটো কমেন্ট বুট অ্যাক্টিভ করবেন।
এতে করে আপনি আপনার ফ্রেন্ড এর যেকোনো পোস্টে অটোমেটিকলি কমেন্ট করতে পারবেন!
এর জন্য আপনাকে একটি ওয়েবসাইটের সহযোগিতা নিতে হবে যার লিংক আমি নিচে দিয়ে দিচ্ছি!
Link: Botviet
এই ওয়েবসাইটের সাহায্যে আপনি বুট লাইক, কমেন্ট কিংবা আরো অনেক রকমের সার্ভিস পেতে পারেন!
তবে এই পোস্ট এর মূল আলোচনা হল কিভাবে আপনি আপনার ফেসবুক আইডিতে বুট কমেন্ট স্থাপন করবেন আর তাই এটা নিয়েই আলোচনা হবে।
এই ওয়েবসাইটে প্রবেশ করার পরে আপনি নিচের স্ক্রীনশটএর মত একটি পেইজ দেখতে পারবেন!
প্রত্যেকটি স্ক্রিনশট ফলো করুন! এতে করে আপনি খুব সহজে আপনার ফেসবুক আইডিতে অটো কমেন্ট বুট স্থাপন করতে পারবেন!

উপরে স্ক্রিনশটে বক্সে আপনি যে আইডিতে বুট কমেন্ট স্থাপন করতে চান সেই ফেসবুক আইডির ইমেইল এবং পাসওয়ার্ড দিন!
এবং লগইন এ ক্লিক করার পর আপনি নিচের স্ক্রিনশটের মত একটি অপশন দেখতে পারবেন আর সেটা হল: “Get Data” এটাতে ক্লিক করুন!
তারপর তারা আপনাকে সম্পূর্ণ নতুন একটি পেইজ এ নিয়ে যাবে এখান থেকে আপনি সম্পূর্ণ টোকেন টি কপি করুন!

সম্পূর্ণ টোকেন গুলো কপি করা হয়ে গেলে আবার আগের পেইজে ফিরে আসুন এবং পেইজটি নিচের দিকে একটু স্ক্রল করুন!
তাহলে আপনি নিচের স্ক্রীনশটএর মত একটি বক্স দেখতে পারবেন এখানে ওই টুকেন গুলো পেস্ট করুন!

তাহলে অটোমেটিক আপনাকে নতুন আরেকটি পেজে নিয়ে যাবে! এবং এখানে আপনি আপনার ফেসবুক আইডি দেখতে পারবেন যে আইডির ডকুমেন্ট দিয়ে একটু আগে লগ ইন করেছেন।
এবং এই পেইজের একটু নিচের দিকে স্ক্রল করলে আপনি কমেন্ট বুট সেটআপ অপশনটি পেয়ে যাবেন!

তাহলেই কাজ শেষ! এবার আপনার ফেসবুক আইডি থেকে আপনার বন্ধুদের প্রোফাইলে যে কোন পোস্টে অটোমেটিকলি কমেন্ট পাবলিশ হবে আপনার আইডি থেকে!
কিভাবে এটা রিমুভ করবেন?
এর জন্য প্রথমে আপনি আপনার ফেসবুক আইডির সেটিংস অপশনে চলে যান যে আইডিতে এটা- সেটআপ করেছেন!
তারপর নিচের স্ক্রিনসট অনুযায়ী Apps And website এই অপশনে চলে গেলে আপনি দেখতে পারবেন ওই ওয়েবসাইটটিকে!

আর এখান থেকে আপনি এই ওয়েবসাইটের লিংক রিমুভ করে দিলেই ওটা অটোমেটিকলি স্টপ হয়ে যাবে!
আর এভাবেই আপনি আপনার ফেসবুক আইডিতে অটো কমেন্ট বুট সেটআপ এবং রিমুভ করতে পারবেন!
Nice picture. Wow
Omg…😳😲