ফেসলক বর্তমানে ফেসবুকের একটি বিরাট সমস্যার কারণ হয়ে দাঁড়িয়েছে।
অর্থাৎ আপনি যখনই কোন আইডি খুলতে যাবেন তখনই দেখা যায় আপনার আইডিটি ফেসলক হয়ে যায়।
এই ফিচারটি আনার মূল লক্ষ্য হলো ফেসবুকের সকল ফেইক আইডি কে দমন করা।
কিন্তু অনেক সময় দেখা যায় যে আমাদের রিয়াল আইডি গুলো ফেসলক হয়ে তারপর অনেকদিন থাকার পরে তা ফেসলেকর কারনে ডিজেবল হয়ে যায়।
আমরা আসলে ভেবে পাইনা যে কিভাবে আমাদের এই ফেসলক ডিজেবল থেকে আবার আমাদের আইডিকে ফেরত আনা যায়?
এই পোস্টে আমি আলোচনা করেছি কিভাবে আপনি ফেসলক ডিজেবল আইডিকে খুব সহজেই ফেরত আনবেন।
এর জন্য প্রথমে আপনাকে ফেসবুকের হেল্প সেন্টারের একটি লিংক ব্যবহার করতে হবে যা আমি নিচে দিয়ে দিচ্ছি।
Link:Go To Link
লিংকটিতে ক্লিক করার পর আপনি নিচের স্ক্রীনশটএর মত একটি পেইজ দেখতে পারবেন এবং সেখানে আপনি তিনটি বক্স দেখতে পারবেন।
আপনাকে দেওয়া তিনটি বক্স কে যথাযথভাবে ফিলাপ করে, তারপর সাবমিট করে দিতে হবে তাহলেই আপনি আপনার ফেইসবুক আইডিকে ফেরত আনতে পারবেন।
এখানে দেওয়া প্রথম বক্সটিতে আপনি আপনার ফেসবুকের ইমেইল এড্রেস কিংবা নাম্বার দিন যা দিয়ে আপনার আইডি টা এক্টিভ করা।
এবং দ্বিতীয় বক্সটিতে আপনার প্রোফাইল পিকচার সম্পর্কে যথাযথ লেখুন।আপনি যদি আপনার ফটো ছাড়া অন্য কারো ছবি ব্যবহার করে থাকেন তাহলে তার নামটি মেনশন করুন।
এবং তিনি যদি অ্যাক্টর হওয়া কিংবা কোন সিঙ্গার হন, যে কোন সেলিব্রেটি হন তাহলে তার সম্পর্কে বলুন যে আপনি তাকে পছন্দ করেন এর জন্যই এটা দিয়েছেন।
আপনি এটাও বলবেন যে এটা আপনার মিসটেক হয়ে গেছে আর কখনো এটা হবে না।বুঝার সুবিধার্থে আমি নিচে একটি ডেমো দিয়ে দিচ্ছি।
Dear Facebook Team, My name is (আপনার একাউন্ট এর সম্পন্ন নাম) and my birthdate is (আপনার একাউন্ট এ যে জন্মতারিখ দেওয়া). I used ( যার ছবি ব্যবহার করেছেন তার নাম) picture in my profile picture. because I love him so much. that he is an (সে আসলে কে সেটাই বলুন)(Ex: Singer,Actor etc.)I did not use him/her picture to harm her because I liked her(অ্যাক্টিং হলে লিখুন অ্যাক্টিং সিঙ্গার হলে লিখুন গান) please forgive me. I will never do this again and this is my real account, Please reactivated my account. Thank You.
এবার তৃতীয় বক্সটিতে আপনাকে এমন একটি মেইল দিতে হবে যাতে করে ফেসবুক আপনাকে ও ইমেইলের মাধ্যমে যোগাযোগ করতে পারে।
আপনার আইডিতে যদি কোন ইমেইল দেওয়া না থাকে তাহলে আপনি ইচ্ছা মত একটি ইমেইল দিন যাতে করে ফেসবুক ইমেইল এর মাধ্যমে আপনার সাথে কানেক্ট হয়।
এবং যদি আগে থেকে দেওয়া থাকে তাহলে আপনি নিচের দেওয়া কথা গুলো এখানে পেস্ট করে দিন।
Dear Facebook Team, I have already added an Email Account to my account, I can receive any emails if I need a support inbox link, but I can receive a receipt, Please reactivate my account, my National ID card and other documents are there. If you read, please tell me I can submit. Thank You.
এবং তারপর আপনি এটাকে সাবমিট করে দিন।
তাহলে আপনার কাজ শেষ এবার কিছুক্ষণ ওয়েট করুন,এটা হতে পারে ছয় থেকে আট ঘণ্টা কিংবা 12 ঘন্টা।
তারপর সবকিছু ঠিক থাকলে ফেসবুক আপনাকে মেইল এর রিপ্লাই মাধ্যমে জানিয়ে দিবে যে আপনার ফেসলক ডিজেবল একাউন্টটি আবার একটিভ হয়েছে।
আপনি চাইলে আবার লগইন করতে পারেন।সংখ্য ধন্যবাদ এবং হ্যাপি ফেইসবুকিং।