ফেসবুক পেইজে তৈরি করুন মেসেঞ্জার অটো রিপ্লে বুট |(পর্ব-1)

আপনার ব্যবসার মূল প্রাণ বিন্দু হল ভিজিটরের দৃষ্টি আকর্ষণ।

অর্থাৎ আপনি আপনার ভিজিটরকে কি হারে রেসপন্স করছেন সেটার উপর নির্ভর করবে আপনার ব্যবসায় সাফল্য কিংবা ব্যর্থতা!

কারণ আপনার প্রোডাক্ট কিংবা অন্য কিছু নিয়ে যে কারো ভিন্ন ভিন্ন মতামত থাকতে পারে এবং সেটার অবসান ঘটাতেই তারা আপনার ফেইসবুক পেইজের ইনবক্সে নক দিতে পারে।

আপনার ওয়েবসাইটে যদি খুব বড় হয় তাহলে আপনার কাজের জন্য কর্মচারী থাকতে পারে তারা রিপ্লাই দিতে পারে”।

কিন্তু অন্যথায় আমরা অনেক সময় সকল কাস্টমারের মনোযোগ আকর্ষণ করতে পারি নাহ।

কারণ অনেক ব্যস্ততার মধ্যে আমরা তাদের মেসেজগুলো  রেসপন্স করতে পারি না ফলে আমরা দিন দিন কাস্টমারের আকর্ষণ হারাচ্ছি।

এই পোস্টে আমি আলোচনা করেছি কিভাবে আপনি একটি ফেসবুক পেইজ এর জন্য মেসেঞ্জার বোট তৈরি করবেন যাতে করে আপনি অফলাইনে থাকলেও এটা রিপ্লাই দিতে পারবে!

এর জন্য আপনাকে প্রথমে একটি লিংক এর সহায়তা নিতে হবে যা আমি নিচে দিয়ে দিচ্ছি!


Link url:Go to Link!


এরপর step-by-step স্ক্রীনশট গুলা ফলো করুন!

(পর্ব-1) এবার আপনার ফেসবুক পেইজ এর জন্য তৈরি করুন মেসেঞ্জার বুট! (এবং অটো রিপ্লাই দিন)

2.

(পর্ব-1) এবার আপনার ফেসবুক পেইজ এর জন্য তৈরি করুন মেসেঞ্জার বুট! (এবং অটো রিপ্লাই দিন)

3.

(পর্ব-1) এবার আপনার ফেসবুক পেইজ এর জন্য তৈরি করুন মেসেঞ্জার বুট! (এবং অটো রিপ্লাই দিন)

4.

(পর্ব-1) এবার আপনার ফেসবুক পেইজ এর জন্য তৈরি করুন মেসেঞ্জার বুট! (এবং অটো রিপ্লাই দিন)



এবার আপনি আপনার ফেসবুক পেজ টা কে সিলেক্ট করুন তবে আপনার যদি একটা পেইজ হয় তাহলে অটোমেটিকলি তারা আপনাকে ড্যাশবোর্ডে নিয়ে যাবে!


তবে আপনি চাইলে আপনার সবগুলো পেইজে একসাথে কাজ গুলো করতে পারবেন সবগুলোকে মার্ক করে।


আমি চাই একটা পেইজে করতে তাই আমি একটা পেজকে সিলেক্ট করলাম।

(পর্ব-1) এবার আপনার ফেসবুক পেইজ এর জন্য তৈরি করুন মেসেঞ্জার বুট! (এবং অটো রিপ্লাই দিন)

এই এক্সেস গুলো ঠিকমতো দেওয়ার পরে আপনি নিচের স্ক্রীনশটএর মত একটি পেইজ দেখতে পারবেন এবং সেটা থেকে “Connect To Page” এ ক্লিক করুন।

(পর্ব-1) এবার আপনার ফেসবুক পেইজ এর জন্য তৈরি করুন মেসেঞ্জার বুট! (এবং অটো রিপ্লাই দিন)
(পর্ব-1) এবার আপনার ফেসবুক পেইজ এর জন্য তৈরি করুন মেসেঞ্জার বুট! (এবং অটো রিপ্লাই দিন)



তারপর আপনি যদি পেইড ভার্সন ইউস করতে চান তাহলে পেইজে ক্লিক করুন তবে এর জন্য আপনাকে ডলার খরচ করতে হবে।

এই পেইড ভার্সন অনেক ফিচারস থাকলেও আমরা ফ্রী ভার্শনকেই বেছে নেব কারণ এটাও অনেক কাজে দেয়।

(পর্ব-1) এবার আপনার ফেসবুক পেইজ এর জন্য তৈরি করুন মেসেঞ্জার বুট! (এবং অটো রিপ্লাই দিন)

তারপর তারা আপনাকে ড্যাশবোর্ডে নিয়ে যাবে এবং সেখান থেকে আপনি”Welcome Massage” অপশনটি সিলেক্ট করুন।

এবং এখানে আপনি চাইলে আপনার পেইজের ওয়েলকাম মেসেজটি কে আপনি আপনার ইচ্ছা মত সাজাতে পারেন এবং চাইলে ছবি অ্যাড করতে পারেন!

বুঝার সুবিধার্থে আমি নিচের স্ক্রিনশটটি দিয়েছি আপনারা চাইলে এটার অনুসারে করতে পারেন।

(পর্ব-1) এবার আপনার ফেসবুক পেইজ এর জন্য তৈরি করুন মেসেঞ্জার বুট! (এবং অটো রিপ্লাই দিন)

তারপর আপনাকে “Default Massage” এই অপশনটিতে ক্লিক করতে হবে, এবং এখানে 
 আপনি যা লিখবেন তা যে কেউ মেসেজ দিলেই রিপ্লে হিসাবে অটোমেটিকেলি চলে যাবে।

আপনি চাইলে আমার দেওয়া টেক্সট লিখতে পারেন কিংবা আপনি যা চান তাই লিখতে পারেন!

Thanks For Massage. But sorry to said that I am really busy now. But don't worry i will touch back soon. 


P:S: Please don't reply. I will reply you!

নিচের স্ক্রীনশটএর মত পেজটিতে আপনি উপরে লেখা গুলা কপি করে দিতে পারেন কিংবা নিজে থেকে যা ইচ্ছা দিতে পারেন।

তবে মনে রাখবেন আপনি এখানে যে সমস্ত টেক্সট  দেন না কেন যে কোন কাস্টমার আপনাকে মেসেজ করলে এটাই রিপ্লাই দিবে!

তাই উপরের লেখাগুলো দিলে ভালো হয়!

(পর্ব-1) এবার আপনার ফেসবুক পেইজ এর জন্য তৈরি করুন মেসেঞ্জার বুট! (এবং অটো রিপ্লাই দিন)

তাহলেই আপনার কাজ শেষ এখন যে কেউ মেসেজ দিলে উপরে দুইটি মেসেজ অটোমেটিক চলে যাবে!

প্রমান দেখুন নিচের স্ক্রিনশটেে।☺

(পর্ব-1) এবার আপনার ফেসবুক পেইজ এর জন্য তৈরি করুন মেসেঞ্জার বুট! (এবং অটো রিপ্লাই দিন)

এ নিয়ে আরেকটি পর্ব লিখতে যাচ্ছি যাতে এটা সম্বন্ধে অনেক বেশি আলোচনা করা হবে।এবং দেখানো হবে কিভাবে আপনি যেকোন কমন মেসেজের  রিপ্লাই দিবেন!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top