ফেসবুকে লিংক ব্লক হয়ে গেছে? সমাধান নিয়ে নিন

অনেক সময় আমাদের ভুলের কারনে ফেসবুক কতৃপক্ষ আমাদের প্রয়োজনীয় লিঙ্কটিকে ব্লক করে দেয়।   

আসলে মূল কারণ হলো ফেসবুক কর্তৃপক্ষ অনেক সময় আমাদের ওয়েবসাইটের লিঙ্ককে Spam ভেবে ব্লক করে দেয়।

যার কারণে আমরা ঐ লিংক থেকে আর কখনও ফেসবুকে পোস্ট করতে পারিনা!

এর ফলে অনেকেই হতাশার শিকার হই। বুঝে উঠতে পারে না যে কিভাবে এই লিংক ফেসবুক থেকে আনব্লক করা যায়।

কারণ হতে পারে এটা আপনার বিজনেস প্রচারের কোন দরকারি লিংক কিংবা আপনার ওয়েবসাইটের কোন লিংক।

যেটা আপনি ফেসবুকের প্রচারের মাধ্যমে আপনার ওয়েবসাইটে সেলস কিংবা ভিজিটর বাড়াতে চান।

বলা বাহুল্য যে কেউ বলতে পারে এই আইডিতে লিংক ব্লক করেছে তো কি হয়েছে অন্য কোন আইডি দিয়ে লিংকটি পোস্ট করে দেব।

আসলে এটা কখনোই সম্ভব নয় কারণ ফেসবুকে লিংকই ব্লক করে দিয়েছে।

অর্থাৎ আপনি যে আইডি দিয়ে লিংকটা পাবলিশ করার চেষ্টা  করেন না কেন, এটা পোস্ট হবে না বরং অনেক চেষ্টা করার পর আপনার লিঙ্ক এর সাথে আইডিটি কে ফেসবুক ব্লক করে দিতে পারে

তো কিভাবে আপনার লিংক থেকে আপনি ফেসবুক থেকে আনব্লক করবেন এটা নিয়েই আজকের এই পোস্টটি লেখা!

প্রথমে আপনাকে ফেসবুক হেল্প সেন্টার এর একটি লিংক এর সাহায্য নিতে হবে। যার সাহায্যে আপনি আপনার ফেসবুক আইডি থেকে ব্লক করা থেকে আনব্লক করতে পারবেন।

Link: Click Here!

লিংকে ক্লিক করার পর আপনি নিচের স্ক্রীনশটএর মত পেইজ টি দেখতে পারবেন। এখানে আপনাকে আপনার অভিযোগটি জানাতে হবে!

ফেসবুকে আপনার লিংক ব্লক হয়ে গেছে?(নিয়ে নিন সহজ সমাধান)





আপনি নিচের দিকে একটি বক্স দেখতে পারবেন ওই বক্সে আপনি আপনার সমস্যাটি নিজের মতো লিখতে পারেন।

কিংবা আমার দেওয়ার নিচের লেখাটি কপি করে পেস্ট করে দিতে পারেন।

Hello! Facebook, 

I am glad to know that your team take action agaisnt  spam, malware. Recently I have seen that my link- http://এইখানে_আপনার_ব্লক_লিনক_দিতে হবে has blocked but i doesn’t goes aggaisnt your security. 

Please Unblock my website and obligue thereby.

Best Regards;
Your Name.

ব্যাস এভাবে দিয়ে দিলেই ফেসবুক কর্তৃপক্ষ আপনার অভিযোগটি রিভিউ করবে।

এবং আপনার ব্লক করা লিংকটি কে আনব্লক করে দিবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top