ফেসবুক অ্যাক্টিভ স্ট্যাটাস বন্ধ করুন কিছু ইউজারের জন্য

ফেসবুকে চ্যাট অপশন টি যে কাউকে এটা নিশ্চিত  করিয়ে দেয় যে আপনি বর্তমানে অনলাইনে আছেন।

অর্থাৎ আপনি যখনই অনলাইনে থাকেন না কেন আপনার নামের পাশে সবুজ বাতি জ্বলতে থাকে!
আপনি যদি আপনার অনলাইন স্ট্যাটাস বন্ধ করে দেন অর্থাৎ চাট অফ করে দেন তাহলে দেখা যাবে যে আপনি আর অনলাইনে নেই!

কিন্তু আপনি যার জন্য আপনার চাট অফ করতে চান শুধু সে নয় বরং আপনার ফ্রেন্ডলিস্টের সকল বন্ধুবান্ধব ও দেখতে পারবে যে আপনি আর অনলাইনে নেই!

আপনি চাইলেও এটা করতে পারেন!

কিংবা আমরা অনেকে চাই যে কিভাবে  কয়েকজনের জন্য আমাদের ফেইসবুক চাট অর্থাৎ ফেসবুকে একটিভ স্ট্যাটাস বন্ধ করে রাখবো?

প্রথমে আপনাকে যেতে হবে”web.facebook.com” কারণ আপনি “m.facebook.com”  এ সুবিধাটি পাবেন না!

তবে হ্যাঁ আপনি যখনই”web.facebook.com” যাবেন তখনই আপনার ওয়েব পেইজ টাকে ডেক্সটপ মোডে নিয়ে যেতে হবে তাহলে কাজ করবে!

web.facebook.com যাওয়ার পর আপনি যখন ভিজিট করবেন তখন নিচের পেইজ এর মত চ্যাট অপশন গুলা দেখতে পারবেন।

এখান থেকে আপনি “Turn of Active Status” এ ক্লিক করুন।

কিছু ইউজারের জন্য বন্ধ করে রাখুন আপনার ফেসবুকের অ্যাক্টিভ স্ট্যাটাস!(জেনে রাখুন কাজে আসবে)



এটাতে ক্লিক করার পর আপনি নিচের স্ক্রীনশট  এর মতো সর্বশেষ অপশনটি সিলেক্ট করুন।

তাহলে এই অপশনটি আপনি পেয়ে যাবেন যে আপনি কার কার জন্য আপনার একটিভ স্ট্যাটাসটি বন্ধ করতে চান?

সিম্পলি এখানে আপনি ওই সকল নামগুলোকে মেনশন করে বসিয়ে দিন যাদের কাছে আপনি আনএক্টিভ থাকতে চান।

কিছু ইউজারের জন্য বন্ধ করে রাখুন আপনার ফেসবুকের অ্যাক্টিভ স্ট্যাটাস!(জেনে রাখুন কাজে আসবে)

এবার সেভ করে বেরিয়ে আসুন তাহলে আপনার কাজ শেষ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top