ফেসবুক থেকে কি অনেক বিরক্তিকর নোটিফিকেশন সব সময় আসতেই থাকে?
হোক সেটা আপনার বন্ধু বান্ধবের কোন নোটিফিকেশন কিংবা তাদের জন্মদিনের নোটিফিকেশন!
আসলে এটা খুবই অসহ্যকর একটি বিষয়। আর আপনি হয়তো চান না যে ফেসবুক কোনরকমে আপনাকে কোন বিরক্তিকর নোটিফিকেশন দেক।
আমরা আসলে সকলেই চাই কিভাবে সকল বিরক্তিকর নোটিফিকেশন থেকে বাঁচব। এবং খুব সহজে ফেসবুক ব্যবহার করতে পারবো।
আজকের এই পোস্টের মূল আলোচ্য বিষয় হলো- কিভাবে ফেসবুক থেকে বিরক্তিকর নোটিফিকেশন বন্ধ করবেন?
আপনি যদি এই সমস্যায় জর্জরিত থাকেন তাহলে এই পোস্টটি একান্ত আপনার জন্য।
এর জন্য প্রথমে আপনাকে আপনার ফেসবুক আইডি তে লগিন করতে হবে যে আইডি থেকে আপনি বিরক্তিকর নোটিফিকেশন বন্ধ করতে চান।
আইডিতে লগইন করার পর আপনি সেটিং অপশন থেকে “Nottification” অপশনটিতে ক্লিক করুন!
এটাতে ক্লিক করার পর আপনি নিচের মত দেখতে পাবেন, যে ফেসবুক আপনাকে কোন কোন বিষয়ে নোটিফিকেশন দেয়?
এবার আপনি যে যে বিষয়গুলোকে বিরক্তিকর মনে করেন সেই বিষয়গুলোর উপর নোটিফিকেশন আসার পারমিশন অফ করে দিন।
আর এভাবেই আপনি ফেসবুক থেকে আসা বিরক্তিকর নোটিফিকেশন গুলোকে আপনার ইচ্ছা মত বন্ধ করতে পারবেন।