খেলা সম্বন্ধে আমাদের সকলেরই আগ্রহ আছে। কিন্তু আমরা কতটা ম্যাচ মাঠে উপস্থিত থেকে খেলাটা দেখতে পারি?
কেউ কেউ হয়তো নানা ব্যস্ততার কারনে শত ম্যাচের মধ্যে কয়েকটা দেখার সুযোগ পান।আর বাকিগুলো দেখা সম্ভব হয় নাহ।
কিন্তু খেলা দেখতে পাওয়া যায় না হলে কি খেলা দেখার শখ মাটির সাথে মিশে যাবে? কখনোই না!
আসলে আমরা খেলা দেখতে না পেলেও আমরা অনেক সময় খেলার স্কোর টা কি যা দেখে আমরা বুঝতে পারি কোন খেলা কতদুর গড়ালো।
এর জন্য আপনি হয়তো ক্রিকবাজ কিংবা যে কোন একটা অ্যাপস এর সহযোগিতা নেন! আসলে এগুলো দিয়েও ইনস্ট্যান্ট খেলার আপডেট পাওয়া যায়!
কিন্তু আমাদের ফোনে তো আর সব সময় এম্বি থাকেনা! এমবি না থাকলে তো আর খেলার স্কোর দেখা সম্ভব নয়।
আজকের এই পোস্টটিতে আলোচনা করেছি কিভাবে আপনি ম্যাসেঞ্জারের মাধ্যমে ফ্রিতে যে কোন খেলার স্কোর উপভোগ করতে পারবেন!
প্রথমেই বলে রাখি আপনি এই টির মাধ্যমে যে কোন খেলার স্কোর দেখতে পারবেন!
তবে অন্যান্য খেলার তুলনায় আমরা ক্রিকেট খেলার স্কোর কে বেশি প্রাধান্য দেই তার কারণে আমি দেখেছি কিভাবে আপনি ক্রিকেট খেলার স্কোর দেখতে পারবেন।
এর জন্য প্রথমে আপনাকে মেসেঞ্জারে ঢুকতে হবে এবং সেখানে গিয়ে সার্চ দিন:”thescore“
এটা দিয়ে চার্জ করার পর আপনি নিচের স্ক্রীনশটএর মত এই আইকন টির উপর ক্লিক করুন!
তারপর রীতিমতো ওই ম্যাসেন্জার সাইট কে অ্যাড করতে হবে! এর জন্য আপনি “Get Start” এ ক্লিক করুন!
তারপর একটু নিচের দিকে স্ক্রল করলে আপনি এখানে অনেকগুলো অপশন দেখতে পারবেন!
আপনার উচিত হবে আপনি এখান থেকে “Score” অপশনটি সিলেক্ট করুন!
তারপর আপনি এখানে অনেকগুলো খেলার নাম দেখতে পারবেন!
আমরা যেহেতু ক্রিকেট স্কোর দেখতে চাই সেহেতু আপনাকে এখান থেকে “ICC” সিলেক্ট করতে হবে!
তাহলেই দেখুন এখন যে যে খেলা চলছে সে খেলার লেটেস্ট আপডেট গুলো আপনি আপনার মেসেঞ্জারে পেয়ে যাবেন।
আর মেসেঞ্জার যেহেতু ফ্রি তার কারণে আপনি এগুলা ফ্রিতেই পাবেন আপনাকে কোন মেগাবাইট খরচ করতে হবে না।