আমাদের ফ্রেন্ড লিস্টে যাদের ফ্রেন্ড 3000-4000 কিংবা তার চেয়েও বেশি। তারা আসলে বুঝে উঠতে পারেন না যে তাদের ফ্রেন্ডলিস্টের মধ্যে কার কার আইডি ডিজেবল আছে কিংবা ইন- একটিভ আছে!
আসলে যারা আপনার ফ্রেন্ড লিস্টে ডিজেবল তাদের দিয়ে তো আর কোন কাজ হবে না।
যার কারণে আমরা সকলেই চাই কিভাবে তাদেরকে শনাক্ত করে তাদের আইডি গুলোকে রিমুভ করে দেওয়া যায়?
কিন্তু এর জন্য আপনার যদি কোন পিসি বা ল্যাপটপ থাকে তাহলে কাজটা সহজ হয়!
কারণ পিসিতে ডেক্সটপ মোডে ফেসবুক ব্যবহার করা যায়। যার কারণে আপনি সনাক্ত করতে পারেন যে আপনার ফ্রেন্ডলিস্টের কোন কোন বন্ধুরা ইন্যাক্টিভ বা কাদের আইডি ডিজেবল।
আজকে আমি আলোচনা করেছি কিভাবে মোবাইল ফোন দিয়ে আপনার ফেসবুকে ডিজেবল বন্ধুদের আইডি কে রিমুভ করতে পারবেন।
এর জন্য প্রথমে আপনাকে যে কোন একটি ব্রাউজার এ যেতে হবে এবং ওয়েব ব্রাউজারের পেইজটিকে ডেক্সটপ মোডে নিয়ে যেতে হবে!
আপনি যেকোন ব্রাউজারে ডানপাশের 3 ডট এ ক্লিক করলেই রিকুয়েস্ট ডেস্কটপ মোড অপশনটি খুব সহজে পেয়ে যাবেন!
আপনি ওইটার উপরে টিক চিহ্ন দিয়ে তারপরে তারপর আপনাকে “web.facebook.com” এ যেতে হবে!
তাহলে আপনি ল্যাপটপ কিংবা পিসির মতো বড় ওয়েব পেইজে ফেসবুক ব্যবহার করতে পারবেন।
তারপর আপনাকে আপনার প্রোফাইলে ক্লিক করে ওইখান থেকে আপনি ফ্রেন্ড অপশন টি তে ক্লিক করুন।
এটা ক্লিক করার পর আপনি আপনার ফ্রেন্ডলিস্টের সকল বন্ধুবান্ধবকে দেখতে পারবেন ইভেন যাদের আইডি ডিএক্টিভ কিংবা ডিজেবল।
যাদের আইডি ডিজেবল করা আপনি তাদের প্রোফাইলে ক্লিক করলে তাদের প্রোফাইলে ঢুকতে পারবেন না।
কিংবা অনেকের প্রোফাইল পিকচার দেখা যাবে না শুধু সাদা খালি ঘর দেখা যাবে তাদের প্রোফাইলে।
এখান থেকে সিম্পলি আনফ্রেন্ড এ ক্লিক করে তাদেরকে আনফ্রেন্ড করে দিন!
এভাবে আপনি এখানে যতগুলো আইডি পাবেন ঠিক ততগুলো আইডি কে খুব সহজে আনফ্রেন্ড করতে পারবেন।
এই সেই সিম্পল প্রসেস যার মাধ্যমে আপনি মোবাইল ফোনের সাহায্যে আপনার ফ্রেন্ডলিস্টে থাকা যেকোনো ডিজেবল কিংবা ইন্যাক্টিভ বন্ধুদের কে রিমুভ করতে পারবেন।