ফেসবুক টাইমলাইন থেকে চুরি করা করা ছবি, স্ট্যাটাস রিমুভ করুন

ফেসবুকে অনেক সময় আমাদের পোষ্ট গুলোকে অন্যের টাইমলাইনে দেখা যায়। 

আসলে তারা এ কাজগুলো অসৎ ভাবে করে থাকে! এখন আপনি যদি কোন মেয়ে হন তাহলে এটা ভয়াবহ আকার ধারণ করতে পারে।

বিষয়টা এরকম  যে কেউ আপনার প্রোফাইলে  ভিজিট করে ছবি গুলো কে চুরি করে নিয়ে তাদের প্রোফাইলে পোস্ট করে দিতে পারে।

এবং তারা আপনার প্রোফাইলের মত হুবহু ছবিগুলোকে পোস্ট করে। যদিও আপনারই সকল পোস্ট কপি করে।
আসলে এটা ভয়াবহ রূপ তখনই ধারণ করে,যখন সে আপনার কোন প্রিয় জন এর সাথে আপনার রূপ ধারণ করে আপনার সম্বন্ধে খারাপ বিষয়গুলো তুলে ধরে।

আসলে আমরা ভেবে পাইনা যে কিভাবে দুষ্কৃতিকারীদের হাত থেকে আমাদের ছবি কিংবা অন্য কিছু পোস্ট করলেও তা রিমুভ করতে পারবো?

তাছাড়া এইসমস্ত  হতাশার শিকার হয়ে আমরা অনেক সময় নিজের প্রিয় আইডিটা কে বন্ধ করে দিতে বাধ্য হই। 

কিন্তু আমরা আসলে অনেকেই ফেসবুকের এরকম অসম্ভব অবিশ্বাস্য ফিচার সম্পর্কে জানিনা।

আসলে মার্ক জুকারবার্গ সব সময় ফেসবুকে একটা জিনিস চায় তা হল ব্যক্তি নিরাপত্তা আর আপনি যাতে কোন ভোগান্তির শিকার না হয়!

এবং আপনি যাতে খুব সহজে ফেসবুক ব্যবহার করতে পারেন। তিনি এটা নিশ্চিত করতে চান। 

আজকের এই পোস্টটিতে আমি আলোচনা করব কিভাবে আপনি আপনাকে কপিকৃত প্রোফাইল ছবি কিংবা যে কোন পোস্ট রিমুভ করবেন?

এর জন্য প্রথমে আপনাকে ফেসবুক হেল্প সেন্টার একটি লিংক ব্যবহার করতে হবে যা আমি নিচে দিয়ে দিচ্ছি।

Link:Click Here!


এই লিংকে ক্লিক করার পর আপনি নিচের মত পেইজ দেখতে পারবেন। কাজটি যথাযথভাবে সম্পন্ন করতে চাইলে আমাকে স্টেপ বাই স্টেপ ফলো করতে থাকুন।

রিমুভ করে দিন আপনার ফেইসবুক টাইমলাইন থেকে চুরি করা করা ছবি, স্ট্যাটাস !

এটাতে ক্লিক করার পর আপনি নিচের মত আর একটি পেইজ দেখতে পারবেন।

রিমুভ করে দিন আপনার ফেইসবুক টাইমলাইন থেকে চুরি করা করা ছবি, স্ট্যাটাস !

এগুলো করার পর আপনি এখন আর একটি নতুন পেজ দেখতে পারবেন যেখানে আপনাকে আপনার সকল ইনফরমেশন গুলো দিতে হবে! 

এবং প্রমাণ করতে হবে যে আসলেই ওই ব্যক্তিটি আপনার ছবি কিংবা পোস্ট কপি করেছে।

পেইজটি যেহেতু অনেক বড় তাই আমি ছোট ছোট করে তিনটি স্ক্রিনশটে বিভক্ত করেছি। আপনি চাইলে নিচে থেকে দেখতে পারেন।

আপনাকে হুবহু আমার দেওয়া নিচের স্ক্রীনশটএর মত ইনফর্মেশন দিতে হবে অন্যথায় এটা কাজ করবে না।

রিমুভ করে দিন আপনার ফেইসবুক টাইমলাইন থেকে চুরি করা করা ছবি, স্ট্যাটাস !



এরপর একটু নিচের দিকে স্ক্রল করলে আপনি হুবহু নিচের স্ক্রীনশটএর মত পেইজটিকে দেখতে পারবেন!

তুমি পেইজটি কিভাবে ফিলাপ করবেন তা আমি নিজেই স্ক্রিনশটে ভালোভাবে লিখে দিয়েছি আপনি ঠিক এইরকম ভাবে কাজ করুন।

রিমুভ করে দিন আপনার ফেইসবুক টাইমলাইন থেকে চুরি করা করা ছবি, স্ট্যাটাস !

এবার আরেকটু নিচের দিকে স্ক্রল করলে আপনি নিচের স্ক্রীনশটএর মত অপশন গুলো দেখতে পারবেন।

এখানে আপনি আপনাকে কপিকৃত পোষ্টের ইউআরএল সহ সকল ডকুমেন্ট দিয়ে সাবমিট করতে পারবেন!

রিমুভ করে দিন আপনার ফেইসবুক টাইমলাইন থেকে চুরি করা করা ছবি, স্ট্যাটাস !


 তাহলে কাজ শেষ! Facebook-এখন আপনার ডকুমেন্টগুলো মিলিয়ে দেখবে।

এবং যদি তা মিলে যায় তাহলে ফেসবুক কর্তৃপক্ষ ওই পোস্ট কিংবা ছবি গুলো কে রিমুভ করে দিবে।

অনেক বেশি কপিরাইট পোস্ট ধরা পরলে ওই আইডি টি কপিরাইট ডিজেবল হয়ে যেতে পারে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top