ফেসবুকের সহ যেকোনো এক্সটেনশন এন্ড্রয়েড ফোনে |

গুগল ক্রোম এক্সটেনশন! একটি এক্সটেনশন আপনার কাজ গুলোকে করে দিতে পারে খুবই সহজে এবং কম সময়ে।

কারণ এক্সটেনশন গুলো তৈরি করা হয়েছে অসম্ভব কাজ গুলো কে সম্ভব করার জন্য।

কিন্তু অনেক সময় দেখা যায় অ্যান্ড্রয়েডের গুগল ক্রোম এক্সটেনশন গুলো সাপোর্ট করে না।

এ কারণে আমরা অনেক অসম্ভব কাজগুলোকে করতে সক্ষম হই না! কিন্তু গুগল ক্রোম এক্সটেনশন এর সাহায্যে ফেসবুকে অনেক অসম্ভব কাজ সম্ভব করা যায়।

আমাদের মূল সমস্যা হল যে আমরা এক্সটেনশন গুলোকে আমাদের এন্ড্রয়েড ফোনে ইন্সটল করাতে পারি না। যার কারণে আমরা আমরা অনেক সময় ভোগান্তির শিকার হই।

যাদের অ্যান্ড্রয়েড ফোন এক্সটেনশন ইন্সটল হয় না তাদের জন্য আজকের এই পোস্টটি!

এই পোস্টটি আমি আলোচনা করেছি কিভাবে আপনি খুব সহজেই আপনার অ্যান্ড্রয়েডে google-chrome-extension সহজে ইন্সটল দিতে পারবেন এবং এর সকল সুযোগ সুবিধা ভোগ করতে পারবেন।

এর জন্য আপনাকে একটি অ্যাপসে সহযোগিতা নিতে হবে যে অ্যাপস টির নাম হল ইয়ান্ডেক্স ব্রাউজার।

এই অ্যাপসটি আপনি নিচে থেকে ডাউনলোড করে নিতে পারেন!

 Link:Download Yandex


ডাউনলোড করা হয়ে গেলে অ্যাপস টি অপেন করুন এবং এর সার্চ বারে আপনি যে কোন একটি এক্সটেনশন সার্চ করুন।

উদাহরণস্বরূপ আমি ফেসবুক এর সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এক্সটেনশন যা পিসিতে ব্যবহার করা হয় সেটি সার্চ করছি।

যার নাম হল “Toolkit For Facebook” চাইলে আপনিও এটি সার্চ দিয়ে ইন্সটল করতে পারেন অনেক গুরুত্বপূর্ণ এক্সটেনশন।

যার সাহায্যে আপনি এক ক্লিকে সবাইকে আনফ্রেন্ড করতে পারবেন, সকল ফ্রেন্ড রিকুয়েস্ট ক্যানসেল করতে পারবেন,কিংবা সকল পেইজ গ্রুপ থেকে লিভ নিতে পারবেন। 

তাছাড়া আরও অনেক ফিচার আছে এই গুগল ক্রোম এক্সটেনশন টিতে।

এবার ফেসবুকের সহ যেকোনো গুরুত্বপূর্ণ এক্সটেনশন ইনস্টল করুন আপনার এন্ড্রয়েড ফোনে!

সার্চ করা হয়ে গেলে আপনি এক্সটেনশন টির উপর ক্লিক করলে নিচের মত একটি পেইজ দেখতে পারবেন!

এখান থেকে আপনার উচিত হবে “Install” এ বাটনটিতে ক্লিক করা!

এবার ফেসবুকের সহ যেকোনো গুরুত্বপূর্ণ এক্সটেনশন ইনস্টল করুন আপনার এন্ড্রয়েড ফোনে!

এটাতে ক্লিক করার পর তারা আপনার কাছ থেকে পারমিশন চাইবে আপনি নিচের স্ক্রীনশটএর মত এটাকে “Add Extension” করে দিন!

এবার ফেসবুকের সহ যেকোনো গুরুত্বপূর্ণ এক্সটেনশন ইনস্টল করুন আপনার এন্ড্রয়েড ফোনে!

তাহলে কিছুক্ষণ পর আপনি দেখতে পারবেন যে এই ক্রোম এক্সটেনশন টি সফলতার সাথে ইনস্টল হয়ে গেছে। 

এবার আপনি এক্সটেনশনটি কোথায় পাবেন সেটাই প্রশ্ন? এর জন্য আপনি নিচে থেকে 3 ডট এ ক্লিক করুন!

এতে ক্লিক করার পরে আপনি এক্সটেনশন অপশনটি পেয়ে যাবেন এবং সেখানে আপনার ইন্সটল করা সকল এক্সটেনশন দেখতে পারবেন।

এবার ফেসবুকের সহ যেকোনো গুরুত্বপূর্ণ এক্সটেনশন ইনস্টল করুন আপনার এন্ড্রয়েড ফোনে!

তো এভাবেই আপনি খুব সহজে অ্যান্ড্রয়েডে যে কোন দরকারই এক্সটেনশন ইন্সটল করতে পারবেন!

1 thought on “ফেসবুকের সহ যেকোনো এক্সটেনশন এন্ড্রয়েড ফোনে |”

  1. Fascinating blog! Is your theme custom made or did you download it from somewhere?
    A design like yours with a few simple tweeks would really make my blog
    stand out. Please let me know where you got your design. Appreciate it

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top