ফেসবুকে আপনার পাবলিশ করা পোস্ট পড়ার প্রতি আগ্রহটা আপনার টাইটেলের উপরে নির্ভর করে।
অর্থাৎ কেউ আপনার পোস্টটি পড়বে কি পড়বে না এটা পুরোটাই নির্ভর করে আপনার পোস্টের টাইটেলের উপরে।
আপনি যদি কোন ওয়েবসাইটে পোস্ট করেন তাহলে আপনি যেকোন পোষ্ট টাইটেল খুব সহজেই দিতে পারেন।
কিন্তু আপনি ফেসবুকে যেকোন পোস্ট পাবলিশ করতে চাইলে কোন টাইটেল দিতে পারবেন না।
আমি এই পোস্টে আলোচনা করেছি কিভাবে উপরে টাইটেল দিয়ে একটি পোস্ট করতে পারবেন?
এতে আপনার টাইমলাইনের ভিজিটর যে কেউ আপনার টাইটেল পরে আকর্ষিত হবে এবং আপনার পোস্টটি সম্পর্কে পুরোটা জানতে পারবেন।
তো এটা কীভাবে সম্ভব/ যেহেতু ফেসবুকে এরকম কোন ফিচার নেই আসলে আমরা এটাকে অন্যরকম ভাবে করবো?
প্রথমে যেকোন ব্রাউজারে আপনি আপনার ফেসবুক একাউন্টটি লগইন করুন। ইউসি ব্রাউজার হলে সবচেয়ে ভালো হয়।
এরপর মেনুতে ক্লিক করুন এবং একটু নিচের দিকে স্ক্রল করলে আপনি একটি অপশন দেখতে পারবেন সেটা হলো: “Note“
![এবার ফেসবুকে পোস্ট করুন উপরে একটি টাইটেল দিয়ে!( টাইটেলের নিচে থাকবে আপনার পোস্ট! এবার ফেসবুকে পোস্ট করুন উপরে একটি টাইটেল দিয়ে!( টাইটেলের নিচে থাকবে আপনার পোস্ট!](https://fbhelpbd.com/wp-content/uploads/2019/07/PicsArt_07-03-10.47.50.png)
এটাতে ক্লিক করার পর আপনি একটি পেইজ দেখতে পারবেন! এখান থেকে “Write A note” এ ক্লিক করুন!
তারপর টাইটেল এর জায়গায় আপনার পোস্টের টাইটেল টি লিখুন! এবং বডি এর জায়গায় আপনি যে পোস্ট টি করতে চান তা সম্পুর্ন লিখুন।
এবার পোস্ট টি পাবলিশ হয়ে গেলে আপনি আপনার টাইমলাইন চেক করে দেখুন যে কাজ হয়েছে কিনা।
প্রুফ এর জন্য আমি নিচে একটি স্ক্রিনশট দিলাম। এটা দেখতে পারেন।
![এবার ফেসবুকে পোস্ট করুন উপরে একটি টাইটেল দিয়ে!( টাইটেলের নিচে থাকবে আপনার পোস্ট! এবার ফেসবুকে পোস্ট করুন উপরে একটি টাইটেল দিয়ে!( টাইটেলের নিচে থাকবে আপনার পোস্ট!](https://fbhelpbd.com/wp-content/uploads/2019/07/PicsArt_07-03-10.48.21.png)
তাহলেই কাজ শেষ। ধন্যবাদ সাথে থাকার জন্য!