আমরা অনেকে চাই যে আমাদের প্রিয়জন কিংবা অন্য কারো ফেইসবুকের করা পোস্ট গুলো যেন সবার আগে আমরা দেখতে পাই।
এর জন্য একটা অপশন আছে ফলোয়িং অর্থাৎ আপনি যদি ওই ব্যক্তিটি কে ফলো করে রাখেন!
তাহলে আপনি ওই ব্যক্তির পোস্টটি সবার আগে পাওয়ার সম্ভাবনা এ থাকেন।
কিন্তু এখানে আপনার যদি ফ্রেন্ড হয় 2000। তাহলে আপনি উদাহরণস্বরূপ দশজনকে ফলো করেন তাহলে 10 জন পরে আপনার প্রিয়জনের পোস্ট টি পাবেন।
কিন্তু আজকের এই পোস্টটিতে আমি আলোচনা করেছি কিভাবে আপনি আপনার টার্গেট কৃত ফ্রেন্ডের পোস্ট টি নোটিফিকেশন আকারে সর্বপ্রথম পেয়ে যাবেন!
অর্থাৎ যখনই আপনার ফেসবুকে পোস্ট করবে তার এক সেকেন্ড পরেই ফেসবুক আপনাকে নোটিফিকেশন দিবে যে ওই ব্যক্তিটি একটি নতুন পোস্ট পাবলিশ করেছে।
আর আপনি ওটাতে ক্লিক করার মাধ্যমে খুব সহজেই তার পোস্ট টি পেয়ে যাবেন।
এর জন্য প্রথমে আপনাকে ইউসি ব্রাউজার এ অথবা যেকোন ব্রাউজারে আপনার আইডি লগ ইন করতে হবে!
তারপর আপনি আপনার যে ফ্রেন্ডের পোস্ট নোটিফিকেশন আকারে পেতে চান এই টির প্রোফাইলে ভিজিট করুন।
প্রোফাইলে ক্লিক করার পর নিচের দিকে একটু স্ক্রল করুন তাহলে আপনি এখানে অনেকগুলো অপশন দেখতে পাবেন।
আপনার উচিত হবে এখান থেকে আপনি”See Friends List” এ ক্লিক করুন!
এটাতে ক্লিক করার পর আপনি নিচের মত অনেকগুলো অপশন দেখতে পারবেন এখান থেকে আপনাকে একটি অপশন সিলেক্ট করতে হবে।
আজ এই অপশনটি হলো “Close Friend”এই অপশনটি সিলেক্ট করে সেভ করে বেরিয়ে আসুন!
তাহলে আপনার কাজ শেষ!
এরকম করে আপনি যতজন বন্ধু পোস্ট সর্বপ্রথম পেতে চান তাদেরকে সিলেক্ট করে দিন।তাহলে আপনি খুব সহজে তাদের পোস্ট টি কে সর্বপ্রথম পেয়ে যাবে!