ওয়াইফাই সম্পর্কে জানে না এরকম মানুষ খুবই কম সংখ্যকই আপনি খুঁজে পাবেন।
সকলেরই এর সম্বন্ধে খানিকটা হলেও ধারনা আছে! সবাই এটা জানে যে ওয়াইফাই আসলে কি?
তো কেমন হয় যদি একটা ওয়াইফাই সিম্বল এর সাহায্যে একটি ফেসবুক আইডি তৈরি করা যায়।
আইডিটা দেখতে একই রকম ওয়াইফাই সিগন্যাল এর মত লাগবে। যা দেখে যে কেউ আকর্ষিত হয়ে যেতে পারে।
আর এই আইডি তৈরী করতে হলে আপনাকে ভিপিএন ব্যবহার করতে হবে, এবং আপনার প্রক্সিটা কে চেঞ্জ করতে হবে!
কারণ এই আইডি তৈরি করা একমাত্র স্পেনের প্রক্সি ছাড়া আর কোন দেশের প্রক্সি দিয়ে সম্ভব নয়।
আর আপনি স্পেনের প্রক্সি ব্যবহার করতে হলে আপনাকে অবশ্যই যেকোনো একটি ভিপিএন এর সাহায্য নিতে হবে।
আমি আগে যে সকল পোষ্ট করেছি এগুলাতে দেখিয়ে দিয়েছি কিভাবে আপনি ভিপিএন ডাউনলোড এবং কানেক্ট করবেন।
তাই আশা করছি আমি আগের পোস্টগুলো দেখে নেবেন যদি না জানেন! আসলে সত্যি বলতে কি এগুলা কানেক্ট করতে সকলেই কম বেশি জানে!
এর জন্য আপনি যে কোন ভিপিএন ব্যবহার করতে পারেন!
ভিপিএন টা কে স্পেনের প্রক্সি তে কানেক্ট করার পর নিচে থেকে সিম্বল 2 টি কপি করুন।
Fast Name:ᯤᯤᯤ
Last name:ᯤᯤᯤ
এরপর যথারীতি আপনার নাম সেটিং এ চলে যান, যে আইডি কে আপনি ওয়াইফাই নামের আইডি হিসেবে তৈরি করতে চান।
এবং সিম্বল দুটিকে প্রথম নাম এবং শেষ নামে বসিয়ে আপনার ফেসবুক একাউন্ট পাসওয়ার্ড দিয়ে সেভ করে দিন।
তাহলেই আপনার কাজ শেষ!