আমরা সকলেই কমবেশি চাই একটা স্টাইলিশ আইডি তৈরি করতে। কিন্তু আমরা অনেকেই পারি আবার অনেকে তা করতে পারি না।
কিন্তু স্টাইলিশ আইডি দেখে আমাদের সকলের একটাই আশা জাগে, কিভাবে একটি স্টাইলিশ ফেসবুক আইডি তৈরি করা যায়?
তাছাড়া আমরা অনেক কেই বলি ,, আমাদের একটা স্টাইলিশ ফেসবুক আইডি তৈরী করে দিতে।
অনেক দেখা যায় দেখা যায় অনেকে তা করে দেয় আর বাকিরা তা এড়িয়ে যায়।
এরপর হয়তো আপনার মনের মধ্যে একটা জেদ আসে আর তা হল, যদি আমিও এরকম একটা ফেসবুক আইডি তৈরি করতে পারতাম?
আপনি যদি হয়ে থাকে তাদের মধ্যে একজন হয়ে থাকেন, তাহলে আমি বলব আজকে আপনার সেই আশাটা পূর্ণ হবে। আপনি একটি স্টাইলিশ আইডি আপনি তৈরি করতে সক্ষম হবেন।
এখানে একটি সিম্পল প্রসেস দেখাবো যার সাহায্যে আপনি খুব সহজেই একটি স্টাইলিশ ফেসবুক আইডি তৈরি করতে সক্ষম হবেন।
জন্য এর জন্য আপনি আগে আপনার ফেইসবুক একাউন্টের নাম সেটিং এ যান তারপর চেঞ্জ সেটিং অপশনে ক্লিক করুন।
এখন প্রশ্ন হল ভাবে তা সম্ভব?এজন্য আপনাকে আপনাকে একটি সিম্বল ব্যবহার করতে হবে যার সাহায্যে এটা সম্ভব হবে।
আমি আগে বলে রাখি এর জন্য কোন ভিপিএন ইউজ করতে হবে না অর্থাৎ ভিপিএন এর সাহায্য ছাড়া করতে পারবেন।
সিম্বল টির নিচে থেকে কপি করে তারপর আপনার নাম সেটিং এ ফার্স্ট নাম এবং লাস্ট নাম এর যায়গায় এই দুটি সিম্বল বসিয়ে দেন।
First name: Тэяї Ҩїягяїєиԁ
Middile name: খালি রাখুন
Last name: Ќѧ Вѻчғяїэпԁ
তারপর আপনার পাসওয়ার্ড দিয়ে সেভ করে দিন।তাহলেই আপনার কাজ শেষ।
এখন আপনি আপনার প্রোফাইল ভিজিট করে দেখতে পারেন যে আপনার নামটি স্টাইলিশ হয়ে গেছে। আপনি ফেসবুক স্টাইলিশ আইডি তৈরি করতে সক্ষম হয়েছে।