সাপ দেখলে আমাদের গাঁ শিউরে উঠে। আর যদি সাপ সিম্বল দিয়ে একটি ফেসবুক আইডি তৈরি করা যায় তাহলে কেমন হয়?
নিশ্চয়ই এটা দেখতে যেইরকম ভয় লাগবে, তেমনি এটা দেখতে আকর্ষনীয় হবে এবং সবার চেয়ে আলাদা দেখা যাবে।
কিন্তু এটা কি ভাবে তৈরি করা সম্ভব?
এর জন্য আমি দুইটি সিম্বল এর কথা বলছি যে গুলা ব্যবহার করলে অটোমেটিকেেেলি সাপ নামের ফেসবক আইডি তৈরী হয়ে যাবে।
এর জন্য আপনাকে নিচে থেকে দুইটি সিম্বল কপি করতে হবে এবং তা হুবুহু আপনার ফেইসবুক এর নামে বসাতে হবে।
আর হ্যাঁ এর জন্য আপনাকে আপনার প্রক্সি টা কে চেঞ্জ করতে হবে, এবং এটাকে স্পেনে কালেক্ট করে দিতে হবে!
আমি আগের সকল পোস্টে বলেছি কিভাবে এর জন্য এখানে আর বলছি না। আপনি চাইলে আগে পোস্ট ফলো করতে পারেন!
কানেক্ট করা হয়ে গেলে এবার আপনার নাম চেঞ্জ এ চলে যান এবং নিচে থেকে দুইটি সিম্বল কপি করে আপনার ফেসবুক আইডির ফার্স্ট নাম এবং লাস্ট বসিয়ে দিন।
First Name:ஜஜஜஜ
Last name:ஜஜஜஜ
নিচের স্ক্রিনশট ফলো করুন যদি বুঝতে না পারেন।
তারপর রিভিউ সেটিং এ ক্লিক করে আপনার নামটি সিলেক্ট করুন এবং তারপর আপনার পাসওয়ার্ড দিয়ে সেভ করে দিন।