ফেসবুকে কারো হাইড করা ছবি কিভাবে দেখবেন?

অনেক সময় দেখা যায় ফেসবুকে অনেকেই তাদের সমস্ত ছবিগুলো কে হাইড করে রেখে দেয়।

কিন্তু আমাদের অনেক সময় এটা অনুভূতি জাগে যে কিভাবে আমরা তাদের ছবি গুলোকে দেখতে পারবো?

হোক সেটা আপনার গার্লফ্রেন্ড কিংবা বয়ফ্রেন্ড কিংবা আপনি যাকে ফলো করছেন😂

কিন্তু আপনি যতক্ষণ পর্যন্ত তাদের ফ্রেন্ড না হবেন ততক্ষণ পর্যন্ত আপনি তাদের ছবিগুলো দেখতে পারবেন না এমনটাই সঠিক।

আজকে আমি আলোচনা করেছি কিভাবে আপনি যে কারো ফেসবুকে আপলোড দেওয়া সকল ছবি গুলো দেখতে পারবেন এবং তাও আবার আপনি ফ্রেন্ড না হয়েও!

এর জন্য প্রথমে আপনাকে ওই ফেসবুক আইডি তাই ভিজিট করে ওই লিংকটা কপি করতে হবে!

60 দিনের আগে চেঞ্জ করুন আপনার ফেসবুক আইডির নাম! (কোন রকম ঝামেলা ছাড়াই)

উপরে স্ক্রিনশটে দেখানো এর মত আপনি কোডটি কপি করে নিতে পারেন, তবে আপনি সকল ব্রাউজারে সহজভাবে কোডটি দেখতে পারবেন নাহ। 

এর জন্য আমি রিকমেন্ড করব আপনি ক্রোম ব্রাউজার ইউজ করেন, তাহলে কোন ঝামেলা ছাড়াই আপনি কোডটি পেয়ে যাবেন!

কোডটি কপি করা হয়ে গেলে নিচের লিংকটি ফলো করুন এবং নিচে দেওয়া আইডি Code এর জায়গা কপিকৃত কোডটি বসিয়ে দিন।

https://m.facebook.com/search/Your Id Code/photos-of

আইডি Code কে যথাযথ স্থানে বসানোর পরে লিংক ঠিক নিচের মত হবে!

https://m.facebook.com/search/100013600277584/photos-of

এবং আপনি ওই লিংকে ক্লিক করার পর এই ওই ব্যক্তির সমস্ত ছবিগুলো দেখতে পারবেন।
তাহলেই কাজ শেষ।এবার আপনি উপরের প্রসেস ব্যবহার করে যে কারো হাইড করা সকল ছবি  খুব সহজেই দেখতে পারবেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top