আমাদের সকলের মধ্যে আসলে একটাই ভয় বিরাজ করে!আর এটা হলো কখন জানি আমাদের ফেসবুক আইডি ডিজেবল হয়ে যায়?
আসলে সত্য এটা যে নিজের প্রিয় আইডি ডিজেবল হওয়ার চেয়ে দুঃখ আর কিছুই নেই।
কিন্তু অনেক সময় দেখা যায় অনেক খারাপ স্প্যামাররা কোন কারন ছাড়াই আমাদের আইডিতে রিপোর্ট করা শুরু করে, এবং আমাদের আইডিটাকে ডিজেবল করে দেয়।
অনেকের কাছে ডকুমেন্ট না থাকায় কারণে আইডিটা কে আর ফিরত আনতে সক্ষম হননাহ।
আজকের এই পোষ্টে আমি আলোচনা করবো কিভাবে আপনার আইডি টা কে ডিজেবল হওয়ার আগে প্রটেক্ট করার একটা ভালো পন্থা তৈরি করে দিবেন?
দেখেন ফেসবুকে এরকম অনেক ফিচার আছে যেগুলা আমাদের সকলের জন্য গোল্ডেন ফিচার।
এর মধ্যে একটি হলো ট্রাস্টেড কন্টাক্ট এখানে আপনি আপনার বিশ্বস্ত 3 থেকে 5 জন বন্ধুকে অ্যাড করে রাখতে পারেন।
অথবা আপনার আইডি গুলা কে অ্যাড করে রাখতে পারেন। তাহলে আপনি অনেক উপকার পাবেন।
যদি আপনার আইডিটি হ্যাক হয়ে যায় তাহলে কিংবা আপনার আইডি টা যদি ডিজেবল হয় তাহলেও ফেসবুক ওই তিনজন বন্ধুদের কাছে আইডির একটিভ কোড পাঠাবে।
যার সাহায্যে আপনি আপনার ডিজেবল আইডি থাকলে খুব সহজেই বের করে আনতে পারবেন কোন ডকুমেন্ট ছাড়াই।
এর জন্য প্রথমে আপনাকে আপনার ফেসবুকে সেটিং অপশনে যেতে হবে!
এখানে একটি Security And Login নামক অপশন আছে আপনি এখানে ট্রাস্টেড কন্টাক্ট নামক অপশনটি পেয়ে যাবেন!
আপনি এখানে আপনার আইডি কিংবা আপনার 3 থেকে 5 জন বিশ্বস্ত বন্ধুর আইডি সেভ করে দিন।তাহলে আপনার কাজ শেষ, আপনার আইডি ডিজেবল হওয়ার আগে আপনার আইডিটা কে আপনি প্রটেক্ট করে ফেললেন।
অন্য আরেকটি পোস্টে আমি আলোচনা করব কিভাবে ওই ট্রাস্টেড কনটেন্ট ব্যবহার করে আপনার ডিজেবল আইডি টা কে ব্যাক আনতে পারবেন।