ফেসবুক আইডি থেকে অ্যাপস এবং ওয়েবসাইট রিমুভ

আমরা অনেক সময় ফেসবুকে অনেক অপ্রয়োজনীয় অ্যাপস দিয়ে লগ ইন করি কিংবা যেকোন ওয়েবসাইটের সাথে আমাদের আইডিটির একসেস দিয়ে দেই। 

যার মূল প্রভাব পড়ে আমাদের ফেসবুক আইডির সিকিউরিটি উপর। দেখা যায় অনেক সময় আমাদের আইডিটি টেম্পোরারি লক কিংবা ডিজেবল হয়ে যায়।

কিন্তু আমরা আসলে ভেবে পাইনা কিভাবে আইডি  এভাবে লক বা ডিজেবল হয়!

চিন্তার সাগরে ভাসতে ভাসতে আমরা অচেতন হয়ে যায়।কিছু ভুল না বললে এর মূল দায় আপনার।

আসলে আমরা অনেক সময় অটো লাইক অটো ফলোয়ার কিংবা অন্য কিছুর জন্য অনেকগুলো ওয়েবসাইটের আমাদের আইডি থেকে লগ ইন করে রাখি।

এবং সেখান থেকে আমরা কার্যসিদ্বি করে নেই। কিন্তু সব শেষে আমরা ওয়েবসাইট কিংবা অ্যাপস থেকে লগ আউট করতে ভুলে যাই।

যার কারণে ফেসবুক মনে করে আপনার আইডিটি হয়তো হ্যাক হয়ে গেছে!

কারণ একেক সময় একেক ওয়েবসাইট কিংবা অ্যাপস দিয়ে আপনার আইডি লগইন করা মোটেও ঠিক নয়। 

এতে ফেইসবুক আপনার আইডিটি সিকিউর করার জন্য হয়তো আইডিটা কে ডিসেবল করে দেয়। আর না হলে ফেইস লক কিংবা টেম্পোরারি লক করে দেয়।

আর আপনি যদি যে সমস্ত অ্যাপস এ কিংবা ওয়েবসাইটে লগইন করেছেন সেগুলো কে রিমুভ করে দেন তাহলেই আপনার আইডি টি এরকম প্রবলেমে কখনোই পড়বেনা।

এর জন্য প্রথমে আপনি নিচে দেওয়া লিংকে প্রবেশ করুন তারপর আমাকে ফলো করুন।

Link: Click now!

লিংকে ঢোকার পর আপনি দেখতে পারবেন যে আপনি কোন কোন অ্যাপস লগইন করেছেন কিংবা কোন কোন ওয়েবসাইটে আপনার আইডি লগ ইন করা আছে।

এবার আপনাকে ওই সব ওয়েবসাইট থেকে আপনার আইডি থেকে রিমুভ করতে হবে তাহলেই আপনার কাজ শেষ হয়ে যাবে!

এখানে আপনি দুইটি অপশন দেখতে পাবেন সেগুলো হলো:-“Active” এবং “Expired” 

আপনি যদি কোন ওয়েবসাইট কিংবা অপ্রোয়জনীয় এপস  এর সাথে যুক্ত থাকেন  এখানে আপনি তা দেখতে পারবেন।



সাবধান-এই সকল ওয়েবসাইট এবং অ্যাপস হ্যাক কিংবা ডিজেবল করে দিতে পারে আপনার ফেসবুক আইডিটি!



এবং উপরের মত এগুলো কে সিলেক্ট করুন এবং তারপরই রিমুভ বাটনে ক্লিক করে রিমুভ করে দিন।

তাহলে আপনাকে ফেসবুকে আবার নিচের মত একটি ওয়েব পেজ দেখাবে এখানে তারা নিচের স্ক্রীনশটএর মত একটি এলার্ট দিবে!
আপনি ওটাতে টিক চিহ্ন দিয়ে তারপর রিমুভ করলেই ওয়েবসাইট গুলো পোস্ট রিমুভ হয়ে যাবে।

সাবধান-এই সকল ওয়েবসাইট এবং অ্যাপস হ্যাক কিংবা ডিজেবল করে দিতে পারে আপনার ফেসবুক আইডিটি!

এবার আপনি হাতের ডানপাশে সর্বশেষ আইকন অর্থাৎ রিমুভ অপশনে ক্লিক করলে আপনি দেখতে পারবেন যে কোন কোন ওয়েবসাইট এবং অ্যাপস রিমুভ হয়েছে।

সাবধান-এই সকল ওয়েবসাইট এবং অ্যাপস হ্যাক কিংবা ডিজেবল করে দিতে পারে আপনার ফেসবুক আইডিটি!



এভাবে আপনি ক্ষতিকর অ্যাপসগুলোকে কিভাবে সাইট গুলো কে খুব সহজে রিমুভ করে আপনার ফেইসবুক আইডিটি কে সিকিউর করতে পারবেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top