ফেসবুকে অনেকেই অনেক ধরনের স্টাইলিশ পোস্ট করে থাকেন। আসলে আমার ভেবে পাইনা কিভাবে তারা এই পোস্টগুলো করেন?
আপনি যে কিবোর্ডটি ব্যবহার করবেন কিংবা এরকম আবিষ্কৃত হয়নি যাতে হাজার রকমের font থাকবে।
আর আপনি সেখান থেকে আপনার ইচ্ছা মত ফন্ট গুলো বেছে নিয়ে এখান থেকে কপি করে আবার পোস্ট করবেন।
এখন আপনার হয়তো প্রশ্ন কিবোর্ডে যদি না থাকে তাহলে তারা কিভাবে স্টাইলিশ পোস্ট গুলো কিভাবে পাবলিশ করবো?
আজকের এই পোস্টটিতে আমি আলোচনা করেছি কিভাবে আপনি একটি স্টাইলিশ আপনার যেরকম ইচ্ছা ঠিক সেইরকম ফন্ট ব্যবহার ফেসবুকের করে একটি পোস্ট লিখতে পারবেন।
এর জন্য আপনাকে একটি ওয়েবসাইট এর সাহায্য নিতে হবে যাতে আপনি যে কথাগুলো লিখবেন ঠিক সেই কথাগুলোকে ভিন্নভাবে দেখতে পারবেন।
কারণ এখানে অনেক রকমের ফন্ট আছে যার সাহায্যে আপনি আপনার পছন্দের ফন্ট বেছে নিতে পারবেন।
Link:Click Here!
ওয়েব সাইটে ঢোকার আগে নিচের থেকে স্ক্রীনশট গুলা দেখে নিলেই বোধহয় ভালো হবে। আপনার বিশ্বাস হবে যে আমি আসলে কতটুকু সত্য কথা বলছি?
—
উপরের বক্সে আপনার কথাগুলো লিখে নিচে থেকে যে কোন একটি ফন্ট বাছাই করে তারপর ওইখান থেকে কপি করে আপনি আপনার টাইমলাইনে ইচ্ছা মত পোস্ট করতে পারবেন কোন সমস্যা হবে না!