আমরা অনেকে দেখতে পারি ফেসবুকে অনেকের আইডি ব্লু মার্ক ভেরিফিকেশন করা!
সেটা হতে পারে ব্লু মার্ক দিয়ে ভেরিফিকেশন কিংবা গ্রে ভেরিফিকেশন। এটা দেখার পর আমাদের অনেকের মনে ইচ্ছা জাগে যদি আমাদের আইডি যদি এরকম ভেরিফাই করা যেত?
কিন্তু আসলেই কি তা সম্ভব আসলেই কি তা সবার জন্য প্রযোজ্য? এ নিয়ে আজকের এই পোস্টে আমি আলোচনা করব।
আমরা অনেকেই ইউটিউবে সার্চ দেই”How to Verify My Facebook Id With Blue Mark”
এটা দেওয়ার পর আপনি হয়তো হাজারো রেজাল্ট দেখতে পান তারা হয়তো আপনাকে ভিডিও দেখিয়ে বলে দিতে পারে যে এটা সম্ভব।
কিংবা তারা কোন পাসপোর্ট নেশনাল আইডি কার্ড সাবমিট দেয় ভেরিফাই করার জন্য। কিন্তু এটা আসলে কতটা সত্যি?
আপনি যদি আমাকে বলেন যে আসলেই কি ফেসবুকে ব্লু টিক চিহ্ন দেওয়া আইডি গুলা তৈরি করা সবার জন্য সম্ভব? তাহলে আমার উত্তর একটাই হবে “না”
এখন হয়তো আপনি পোস্ট টি আর পড়বেন নাহ।কিন্তু জেনে নিন কাদের জন্য এই ব্লু ভেরিফিকেশন বেডজ আইডিগুলা।
এবং আপনি যদি এই আইডি গুলা করতে চান তাহলে আপনাকে কি করতে হবে?
প্রথমে বলে রাখা ভাল এ আইডি গুলা শুধুমাত্র ভিআই পি মানুষের জন্য অর্থাৎ কোন সেলিব্রেটি মানুষের জন্যই প্রোযোজ্য।
আমাদের মত সাধারণ জনগোষ্ঠীর জন্য নয়। আর এটা যদি না হতো তাহলে সেলিব্রিটি বলে কিছুই থাকত না।
এটা শুধুমাত্র সেলিব্রিটি মানুষই করে থাকেন। কিন্তু আপনি কি ভেবে দেখেছেন কিভাবে তারা তা সম্ভব করে?
এবং ফেসবুক আমাদের সবাইকে এই সকল আইডি তৈরি করতে কেন ইগনোর করে।
আসলে আমাদের একটা বিষয়ে অজানা যে বাংলাদেশ থেকে ফেসবুক ভেরিফিকেশন সিস্টেম টা ফেইসবুক উঠিয়ে নিয়েছে 2014 সালে।
ফেসবুক এটা সম্পূর্ণ পক্ষে বন্ধ করে দেয় এর মূল কারণ বাংলাদেশের কিছু মানুষের অপকর্ম,এবং এর অপব্যবহার।
আপনার প্রশ্ন হতে পারে তাহলে বাংলাদেশে বসবসরত সেলিব্রিটিরা তারা কোথায় থেকে আইডি ভেরিফাই করে?
অনেকে হয়তো এটা জানেন না যে বাংলাদেশের ফেসবুকের সাব অফিস আসলে কোথায়?বাংলাদেশের ফেসবুকের সাব অফিস হলো “সিঙ্গাপুরে”।
আর বাংলাদেশের কোন সেলিব্রিটি মানুষ যদি তাদের আইডিটা ভেরিফিকেশন করতে চায় তাহলে তাদের সিঙ্গাপুরে সাব অফিসের সাহায্য নিতে হয়।
তারা যখন আইডি ভেরিফাই করার ইচ্ছুক হয় তখন তারা তাদের সমস্ত ডকুমেন্ট গুলা সেখানে পাঠিয়ে দেয়।
এবং টাকার বিনিময়ে সিঙ্গাপুরের সাব অফিস থেকে তারা তাদের আইডিটা ভেরিফাই করিয়ে নেয়।
আর আপনিও যদি তাদের মত আপনার আইডি ভেরিফাই করতে চান তাহলে আপনাকে ও আপনার ডকুমেন্ট সহ সিঙ্গাপুরের সাব অফিসে পাঠাতে হবে।
কিন্তু এটা অনেক ব্যয়বহুল আপনাকে এর জন্য অনেক টাকা খরচ করতে হবে?
তাই আমি একটা কথাই বলি ফেসবুকের সকল ভেরিফিকেশন ব্যাপার সেলিব্রিটি বা ভিআইপি মানুষের জন্য । এসব চিন্তাধারা আপনার মাথা থেকে বের করে ফেলুন এতে আপনার মঙ্গল হবে!
আর আপনি যতই ভিডিও দেখুন না কেন কিংবা যতই টেকনিক ব্যবহার করো না কেন এটা শুধুমাত্রই অসম্ভব!
আপনি চাইলে এটা করতে পারবেন না। আপনি যদি বাংলাদেশ থেকে এটা কখনও করতে চান তাহলে তারা বলবে যে “এটা সবার জন্য নয়”।
Bro Bangladesh theke fb page verify kora jabe?
হুম যাবে।