এই পোস্টে আমি আলোচনা করব কিভাবে পিপিলিকার সিম্বল ব্যবহার করে একটি পিপীলিকা আইডি তৈরি করতে সক্ষম হবেন।
এটা দেখতে পিপীলিকা মত লাগবে। যা দেখলে আপনি হতবম্ব হয়ে যেতে পারেন।আর বলবেন আসলেই কি এটা সম্ভব?
এর জন্য আপনাকে পিপীলিকা সিম্বল ব্যবহার করতে হবে এবং এতে করে খুব সহজেই এটা তৈরি করতে সক্ষম হবেন।
তবে এর জন্য আপনাকে ভিপিএন ব্যবহার করতে হবে, এবং আপনার প্রতিটা কে চেঞ্জ করতে হবে।
এ নিয়ে প্রায় প্রতিটি পোস্টে আলোচনা করা হয় এ কিভাবে আপনি আপনার প্রক্সি টা চেঞ্জ করবেন।
তাই আমি আর এ নিয়ে এখানে আলোচনা করলাম না! যেকোনো ভিপিএন এ ঢুকার পর আপনার প্রক্সিটা কে স্পেনে কানেক্ট করে দেন।
এবার যে আইডির নাম বদল করতে চান আপনার ওই আইডির নাম সেটিং অপশনে ক্লিক করুন।
তারপর নিচে দেওয়া দুটি সিম্বল কপি করে যথারীতি আপনার ফাস্ট এবং লাস্ট নামে বসিয়ে দিন।
First Name:ఈఈ
Last Name:ఈఈఈ
সমস্যা হলে নিচের স্ক্রিনশট ফলো করুন।
তারপর রিভিউ সেটিং এ ক্লিক করে আপনার ফেইসবুক পাসওয়ার্ড দিলেই নামটি সেভ হয়ে যাবে।
তাহলেই হয়ে গেল একটি পিপীলিকা আইডি।