অনেক সময় দেখা যায় আমাদের ফেসবুক আইডিতে আমরা লাইক করতে পারি না, কিংবা কারো পোস্টে কমেন্ট করতে পারিনা।
করার পর অটোমেটিক ডিলিট হয়ে যায় অর্থাৎ এই কমেন্টগুলা করার পরে পেইজ রিফ্রেশ করার পর পাওয়া যায় না।
আমরা হয়তো ভেবে উঠতে পারি না কেন এই সমস্যাগুলো হয়?অনেকে মনে করেন হয়তো তার আইডিটাকে কেউ হ্যাক করে নিয়ে গেছে।
আসলে সমস্ত কথাগুলো ভুল বরং ফেসবুক কর্তৃপক্ষ আপনার আইডি একশন ব্লক করে রেখেছে।
এটা সাধারণত আপনার কোন ভুল পোস্টে লাইক কমেন্ট, কিংবা কোন উস্কানিমূলক কথাবার্তা কারণেই ফেসবুক আপনার আইডিটি কে কিছুদিনের জন্য একশন ব্লক করে দিতে পারে!
যদিও এটা কিছুদিনের মধ্যেই শেষ হয়ে যাবে!তবু আমাদের ইচ্ছা কিভাবে এটা তাৎক্ষণিকভাবে দূর করা যাবে?
আজকের এই পোস্টটিতে আলোচ্য বিষয় হল কিভাবে আপনি লাইক ব্লক এবং কমেন্ট ব্লক থেকে রেহাই পাবেন?
এর জন্য আপনাকে ফেসবুকে হেল্প সেন্টারের সহযোগিতা নিতে হবে।
যার মাধ্যমে আপনি আপনার সমস্যাগুলো তুলে ধরবেন এবং খুব সহজে আপনি এই লাইক ব্লক এবং কমেন্ট ব্লক থেকে মুক্তি পাবেন।
এর জন্য প্রথমে আপনাকে ফেসবুকে লগইন করতে হবে যে আইডি দিতে আপনি একশন ব্লক এ পড়েছেন।
তারপর নিচে থেকে এই অপশনটি সিলেক্ট করুন ” Report And Problem“
এখানে ক্লিক করার পর আপনি নিচের স্ক্রীনশটএর মত একটি পেইজ দেখতে পারবেন এখান থেকে Other সিলেক্ট করুন।
তারপর নিচে দেওয়া লেখাগুলো কপি করে ওই বক্সে পেস্ট করে দিন এবং সাবমিট এ ক্লিক করুন! তাহলেই কাজ শেষ।
Dear Facebook; Sad To say That Your support Team block My Like And Comment! Please Unlocked My like and Comment Block. Glad to say That I will Follow The Facebook Rules Now! Cheer. Your Name
এই সেই ছোট্ট প্রসেস যার মাধ্যমে আপনি আপনার লাইক ব্লক এবং কমেন্ট ব্লক থেকে খুব সহজেই রেহাই পাবেন।
Dear Facebook;
Sad To say That Your support Team block My Like And Comment! Please Unlocked My like and Comment Block.
Glad to say That I will Follow The Facebook Rules Now!o