ফেসবুকে ফেসলক ডিসেবল আইডি আনলক করুন|

বর্তমানে ফেসবুকের ফেইস লক সমস্যাটি ভয়াবহ আকারে বৃদ্ধি পেয়েছে। যখনই আপনি  ফেসবুকে একটি নতুন অ্যাকাউন্ট তৈরি করবেন তার কিছুক্ষণ পরেই আইডি ফেইস লক হয়ে যায়।

আসলে ফেসবুকের এই ফিচারটি তাদের জন্য তৈরি করা হয়েছে যারা একাধিক ভুয়া অ্যাকাউন্ট খুলে মানুষকে বিভ্রান্তিতে ফেলে দেয়।

কিন্তু অনেক সময় দেখা যায় আমাদের রিয়াল আইডিটি এই সমস্যায় জর্জরিত হয়। তারপর অনেকদিন যাবত আমরা এই আইডিতে লগইন করতে পারি না।

অনেক সময় অনেকেরই আইডিটি ফেইসবুক ডিজেবল হয়ে আজীবন লগইন হীন ভাবে পড়ে থাকে।

আর আপনি যখনই তাদের দেয়া কথামতো একটি ছবি আপলোড দিয়ে দেন তখন ফেসবুক আপনাকে একটি তারিখ দেয়।

 এবং ওই তারিখের আগে কিংবা ওই তারিখের দিন ফেসবুক বলে যে তারা রিভিউ করে আপনার আইডিটি যথার্থতা বিচার করবে!

কিন্তু অনেক সময় তা হয় আবার অনেক সময় তা সম্ভব হয় না।

আজকের এই পোস্টে আমি আলোচনা করব কিভাবে এই ফেইস লক সমস্যা চিরদিনের জন্য বন্ধ করে দিবেন!

এর জন্য প্রথমে আপনি ঐ আইডিতে লগইন করুন যে আইডিতে ফেসবুক সমস্যা দেখা দিচ্ছে।

লগইন করার পর হয়তো আপনি নিচের মত একটি পেইজ দেখতে পারবেন যাতে লেখা থাকবে “Upload a photo Yourself”

এবার আপনার চেয়ে আপনার যে কোন বন্ধু কিংবা গুগোল থেকে একটি পরিষ্কার ছবি ডাউনলোড করতে হবে যাতে ওই ছবিটার মুখ স্পষ্ট দেখা যায়।

ফেসবুক আইডি তে ফেইস লক হয়ে গেছে লগ ইন করতে পারছেন না! (নিয়ে নিন সমাধান)





এবার আপনি ওই ছবিটি আপলোড দেন এবং “Continue” তে ক্লিক করার পর আপনি নিচের মত একটি পেইজ দেখতে পারবেন!

ফেসবুক আইডি তে ফেইস লক হয়ে গেছে লগ ইন করতে পারছেন না! (নিয়ে নিন সমাধান)





এখানে লেখা থাকবে আপনার ফটো আপলোড হয়ে গেছে। কিন্তু আপনি কয়েক দিনের মধ্যে আপনার আইডিতে ঢুকতে পারবেন না।

এবার আপনাকে একটি লিংক এর সহযোগিতা নিতে হবে যার সাহায্যে আপনি  সমস্যাটি দূর করতে পারবেন।

এই লিংকে ক্লিক করুন

এই লিংকে ক্লিক করার পর আপনি নিচের মত একটি স্ক্রিনশট দেখতে পারবেন!

ফেসবুক আইডি তে ফেইস লক হয়ে গেছে লগ ইন করতে পারছেন না! (নিয়ে নিন সমাধান)



এখানে আপনাকে ” Description Of These Issues” এ জায়গায় নিচে দেওয়া লেখাগুলো কপি করে বসিয়ে দিন।

Sir,
 my account was Photo Yourself Issue problem, I uploaded my Real Face Picture, 
But Don't Open My account. Please sir, unlocked my account Very Urgent"

তারপর নিচে স্ক্রীনশট এর জায়গায় আপনাকেও এই ছবিটি দিতে হবে।

আমি বলতে চাচ্ছি আপনি যখনই আপলোড ফটো ইউর সেলফ এ একটি ছবি আপলোড দেয়ার পর লগইন করতে না দেয় ওই স্ক্রিনশটটি আপলোড দিতে হবে।

এবার সেন্ড এ ক্লিক করার পর নিচের স্ক্রীনশটএর মত একটি পেজ দেখতে পাবেন তাহলে আপনার কাজ শেষ।

ফেসবুক আইডি তে ফেইস লক হয়ে গেছে লগ ইন করতে পারছেন না! (নিয়ে নিন সমাধান)

এবার 24 থেকে 48 ঘণ্টার মধ্যে আপনার ফেসবুক আইডিটি ফেইসবুক সমস্যা দূর হয়ে যাবে এবং আপনি লগইন করতে পারবেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top