ফেসবুকে অ্যাড ফ্রেন্ড বাটন সরিয়ে ফলো বাটন

অনেক সময় আমাদের ফেসবুকে অনেক ফ্রেন্ড রিকুয়েস্ট আসে। আর যার  কারনে আমাদের ইচ্ছা হয় ফ্রেন্ড রিকোয়েস্ট বন্ধ করার।

আসলে এটা অনেক সময়ই বিরক্তিকর হয়ে উঠে। আপনি চাইলে ওই ফ্রেন্ড রিকোয়েস্ট বন্ধ করে ফলোয়ার অপশন চালু করতে পারেন।

অর্থাৎ কেউ আপনাকে ফ্রেন্ড রিকুয়েস্ট পাঠাতে পারবে না। যে চাইবে আপনাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে সে আপনার টাইমলাইনে এসে শুধু ফলো বাটন দেখতে পারবে।

তোহ কিভাবে আপনি ফ্রেন্ড রিকুয়েস্ট এড ফ্রেন্ড অপশন টি বন্ধ করবেন এবং ফলো অপশন টি চালু করবেন? এটা নিয়েই আজকের পোস্টের মুল আলোচনা।

এর জন্য প্রথমে আপনাকে ফেসবুকে সেটিং অপশনে যেতে হবে।

তারপর আপনাকে Privacy  Setting এ যেতে হবে। এবং তারপর নিচের স্ক্রিনশট ফলো করুন।

আপনার ফেসবুক প্রোফাইলে অ্যাড ফ্রেন্ড বাটন টি সরিয়ে ফলো বাটন যোগ করুন খুব সহজে!

এখানে যাওয়ার পর আপনি একটা অপশন দেখতে পারবেন আর সেটা হলো “Who can send you friend Request”

এটাতে ক্লিক করার পর আপনাকে অবশ্যই এর প্রাইভেসি টা ” Friends Of Friends” করে দিতে হবে।

আপনার ফেসবুক প্রোফাইলে অ্যাড ফ্রেন্ড বাটন টি সরিয়ে ফলো বাটন যোগ করুন খুব সহজে!

তাহলেই আপনার কাজ শেষ। এবার যে কেউ যখনই আপনাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে যাবে তখনই সে ফলো বাটন টি দেখতে পারবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top