চোখ মানব জীবনের একটি অমূল্য অংশ! যার চোখ নেই এক কথায় তার দুনিয়ায় নেই।
যাই হোক আজকের বিষয় চোখ নিয়ে আলোচনা করা নয়, আজকের বিষয় হল কিভাবে আপনি খুব সহজেই চোখ সিম্বল ব্যবহার করে ফেসবুক আইডি তৈরি করতে পারবেন।
আসলে এ আইডি টা দেখতে অনেকটা দুটি চোখের মতো। এবং আপনি চাইলে এটা খুব সহজেই তৈরি করতে পারেন!
এর জন্য আপনাকে 2 টি সিম্বল ব্যাবহার করতে হবে। একটি ফাস্ট নামে এবং আরেকটি লাস্ট নামে বসাতে হবে।
তবে আপনি বাংলাদেশ থেকে অর্থাৎ বাংলাদেশের প্রক্সি ব্যবহার করে আপনি এই নামের ফেসবুক আইডি তৈরি করতে পারবেন না।
কারণ বাংলাদেশ এটা নন সাপোর্টেড! এর জন্য আপনাকে স্পেইনের প্রক্সি ব্যবহার করতে হবে!
আপনি যে কোন ভিপিএন ডাউনলোড করে আপনার খুব সহজেই আপনার প্রক্সি চেঞ্জ করতে পারেন।
চাইলে আপনি নিজে থেকে টাচ ভিপিএন টি ডাউনলোড করতে পারেন এবং খুব সহজেই স্পেন প্রক্সি এবার ব্যবহার করতে পারেন।
Vpn- Touch Vpn
ডাউনলোড করা হয়ে গেলে অ্যাপস এ ঢুকে আপনি উপরের থেকে ভিপিএন এর প্রক্সিটাকে স্পেনে কানেক্ট করে দিবেন।
তারপর রীতিমতো আপনর ফেসবুক আইডির সেটিং এ গিয়ে চেঞ্জ নাম অপশনে ক্লিক করুন।
চেঞ্জ নাম অপশনে যাওয়ার পর নিজে থেকে সিম্বল কপি করেন:-
ꏿ⃣⃣ꏿ⃣⃣
কপি করা হয়ে গেলে সিম্বল টিকে ফাস্ট নামে এবং লাস্ট নামে ব্যবহার করুন তারপর রিভিউ নেম সেটিং এ ক্লিক করুন।
এবং তারপর আপনি আপনার ফেসবুকের পাসওয়ার্ড টি দিয়ে সেভ করে দিন। এবং আপনার প্রোফাইলে ভিজিট করে এর পরিবর্তন লক্ষ্য করুন।
তো আজ এই পর্যন্ত. ধন্যবাদ!