আগের একটি পোস্ট টা আমি আলোচনা করেছি কিভাবে আপনি একটি ব্ল্যাঙ্ক বা ফাকা কমেন্ট করতে পারেন।
আপনি হয়তো বিষয়টি জানতে পেরেছেন এবং সফল হবে এটি করতে সক্ষম হয়েছেন।
কিন্তু আজকের এই পোস্টটিতে আমি আলোচনা করব কিভাবে আপনি একটি ব্ল্যাংক বা পোস্ট করতে পারবেন।
অর্থাৎ এই পোস্ট যদি আপনার ফেসবুক টাইমলানে করেন তাহলে কিছুই দেখা যাবে না শুধুমাত্র আপনার নামটি ছাড়া।
তাহলে এর দ্বারা আপনার লাভ কি হবে? এখানে লাভ বলতে আসলে কিছুই নেই। এখানে মূল বিষয়টি হলো যে আপনি আপনার বন্ধুদের সাথে মজা নিতে পারবে।
এবং ওদের সঙ্গে পাল্লা দিয়ে বলতে পারবে যে দেখি এরকম একটা পোস্ট করে দেখাও? আসলে এটা একমাত্র তারাই পারবে যারা এটা জানেন।
আপনিও যদি একটি ব্ল্যাঙ্ক পোস্ট করতে চান তাহলে আপনাকে একটি কোড ব্যবহার করতে হবে।
যে কোডের সাহায্যে আপনি খুব সহজেই একটি ব্ল্যাংক বা ফাঁকা পোস্ট করতে পারবেন।
আপনি হয়তো জানতে চাচ্ছেন কোড টা আসলে কি?
Code:-@[1:1:]
আপনি যদি এই কোডটি আপনার টাইমলাইনে পোস্ট করেন তাহলে আপনার পোস্টটি ব্ল্যাংক হয়ে যাবে!