ফেসবুকের নাম পরিবর্তন করুন 60 দিন অপেক্ষা না করে

আমরা অনেক সময় চাই যে 60 দিনের আগে আমাদের ফেসবুকের নাম পরিবর্তন করার জন্য!

তবে আমরা তা করে উঠতে পারি না। কারণ সব কিছুরই একটা প্রাইভেসি বা নীতিমালা বলে কিছু একটা আছে।

তেমনি ফেসবুকের নীতিমালা হলো আপনি যখন একবার আপনার নামটি টি চেঞ্জ করবেন, ঠিক এর 60 দিন পরে আপনি চাইলেই আবার নামটি চেঞ্জ করতে পারেন।

কিন্তু আমাদের ত্রুটি কিংবা অন্য কিছু কারণে আমরা চাই যে আমাদের ফেসবুক আইডির নাম টা কে 60 দিনের আগে বদলাতে।

যারা 60 দিনের আগে তাদের নামটি কে বদলাতে পারছেন না আজকের এই পোস্টটি শুধুমাত্র তাদের জন্য।

এর জন্য প্রথমে আপনাকে নেম চেঞ্জ সেটিং এ যেতে হবে!

তারপর আপনি যদি 60 দিনের আগে যদি নামটি কে বদলে ফেলেন তাহলে নিচের স্ক্রীনশটএর মত দেখতে পারবেন।

ওই খানে লেখা থাকবে যে আপনি 60 দিনের আগে নাম চেঞ্জ করতে পারবেন না!

কিন্তু প্রশ্ন হলো কিভাবে চেঞ্জ করব? এজন্য নিচের স্ক্রিনশটটি দেখুন এবং আমি যেভাবে কাজ করছি ঠিক এই ভাবেই কাজ করে যান।

তাহলেই কাজটা সম্পন্ন হয়ে যাবে।

60 দিনের আগে চেঞ্জ করুন আপনার ফেসবুক আইডির নাম! (কোন রকম ঝামেলা ছাড়াই)

 


60 দিনের আগে চেঞ্জ করুন আপনার ফেসবুক আইডির নাম! (কোন রকম ঝামেলা ছাড়াই)



এরপর আপনি নিচের মত একটি পেইজ দেখতে পারবেন ওই পেইজে আপনাকে আপনার নামের অনুযায়ী একটি ডকুমেন্ট দিতে হবে।

60 দিনের আগে চেঞ্জ করুন আপনার ফেসবুক আইডির নাম! (কোন রকম ঝামেলা ছাড়াই)



অর্থাৎ নেশনাল আইডি কার্ড কিংবা অন্য কিছু আমি আপনার যদি না থাকে তাহলে আপনি আপনার বাবা কিংবা অন্য কারো দিতে পারেন।

তবে ওইটার নাম অনুযায়ী যদি হয় তাহলে আপনার আইডিটি নেম ভেরিফাই হয়ে যাব।

আর কখনো আপনার আইডি নাম লক হয়ে যাবে না। এবং আপনি নিঃসন্দেহে ফেসবুক ইউজ করতে পারবেন।

এরপর ফরমটি ফিলাপ করার পর সাবমিট এ ক্লিক করে দিন তাহলেই ফেসবুক 6 থেকে 10 ঘন্টার ভিতরে আপনাকে একটি রিপ্লে দিবে।

ডকুমেন্ট ঠিক থাকলে তারা এটা রিপ্লে করবে আপনার নামটি সফলভাবে পরিবর্তন করা হয়েছে ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top